দেশের অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরার সংখ্যালঘু বিশেষত মুসলিম অংশের ভোটারদের অতিরিক্ত গুরুত্ব দিল বিজেপি। ৬০ বিধানসভা আসনের ত্রিপুরায় বিজেপি দুইজন সংখ্যালঘু মুসলিমকে নির্বাচনে প্রার্থী করেছে। সংখ্যালঘু অধ্যুষিত বক্সনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে বিজেপি নেতা তোফাজ্জল হোসেনকে।
একইভাবে কৈলাশহর বিধানসভা কেন্দ্রে ১৮ ঘণ্টা আগে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন সিপিআইএম বিধায়ক মফশ্বর আলীকে বিজেপির প্রার্থী করা হয়েছে। বিজেপির অতীত ইতিহাসের নিরিখে রাজ্যের সংখ্যালঘুদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অভাবনীয় বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল।
এই প্রসঙ্গে উল্লেখ্য ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপি শুধুমাত্র বক্সনগর কেন্দ্রে মুসলিম প্রার্থী দিয়েছিল। প্রয়াত বাহারুল ইসলামকে বিজেপি তাদের প্রার্থী করলেও সেখানে সিপিএমের বর্তমান বিধায়ক শহীদ চৌধুরীর কাছে রেকর্ড ভোটে পরাজিত হয়েছিলেন বাহারুল ইসলাম। এবার সেই কেন্দ্র থেকে লড়ছেন তোফাজ্জল হোসেন। অন্যদিকে সিপিআইএম দল টিকিট না দেওয়াই কৈলাশহরের প্রাক্তন সিপিআইএম বিধায়ক মফস্বর আলী শুক্রবার সন্ধ্যায় বিজেপি দলে যোগ দিয়েছিলেন। তাকেই বিজেপি কৈলাশহর কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে। পদ্ম চিহ্ন থেকে লড়াইয়ে নেমে দুই সংখ্যালঘু মুসলিম প্রার্থী আগামী দিনে নির্বাচনের মাঠে কতটা জয় ছিনিয়ে আনতে পারেন তাই দেখার বিষয়।