Home ত্রিপুরার খবর আগরতলা খবর শহরকে যানজট মুক্ত রাখতে এসপির নেতৃত্বে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান। নাগরিকদের সচেতন...

শহরকে যানজট মুক্ত রাখতে এসপির নেতৃত্বে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান। নাগরিকদের সচেতন করার পাশাপাশি চলবে ধরপাকড় এবং উচ্ছেদ অভিযান।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১৫ নভেম্বর,,

আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে মাসব্যাপী বিশেষ অভিযান শুরু করল আগরতলা ট্রাফিক পুলিশ। সেই অভিযানের অঙ্গ হিসেবে আগরতলার বিভিন্ন ব্যস্ততম রাস্তা এবং বাজারগুলিতে বেআইনি পার্কিং এবং ফুটপাত দখল মুক্ত রাখার চেষ্টা করা হবে। অভিযানের শুরুতে বেআইনি পার্কিং এর সাথে যুক্ত যানবাহন মালিক এবং ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের সচেতন করার চেষ্টা করবে ট্রাফিক পুলিশ। যারা পুলিশের আবেদনে সাড়া দেবে না তাদের বিরুদ্ধে শুরু হবে আইনি ব্যবস্থা গ্রহণ।

জিবি বাজারের অভিযানে ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস সহ অন্যান্য আধিকারিক

ব্যস্ততম রাস্তায় বেআইনি পার্কিংয়ের জন্য তুলে নেওয়া হবে যানবাহন। ফুটপাত দখরকারীদের বিরুদ্ধে প্রয়োজনে শুরু হবে উচ্ছেদ অভিযান । মাশব্যাপী ট্রাফিক পুলিশের এই বিশেষ অভিযান শুরু হয় বুধবার থেকে। এদিন জিবি বাজারে অভিযানের নেতৃত্বে ছিলেন খোদ ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস।

রাজ্যের প্রধান জিবি হাসপাতালে চলাচলের রাস্তায় দু’পাশের ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় তারা যাতে বেআইনিভাবে রাস্তার উপর যানবাহন পার্কিং না করেন। সেই সাথে ফুটপাত দখলকারী খুদে ব্যবসায়ীদেরও নিজেদের পসরা গুটিয়ে নিতে আবেদন করেন ট্রাফিক পুলিশের কর্মী এবং আধিকারিকরা। এদিনের অভিযানে ট্রাফিক পুলিশ তেমন কোনো কড়া ব্যবস্থা নেয়নি। তবে আগামী দিনে বেআইনি পার্কিং এবং ফুটবল দখলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে করা হুঁশিয়ারি দিয়েছেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশ সুপার মানিক দাস।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version