প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১১ সেপ্টেম্বর,,
ভারতের জাতীয় কংগ্রেস তথা এআইসিসি থেকে ত্রিপুরার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দলের সর্বভারতীয় সম্পাদক ক্রিস্টোফার তিলককে। ৩১ আগস্ট সর্বভারতীয় কংগ্রেসের তরফে ক্রিস্টোফার তিলককে মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা সহ সিকিমের প্রদেশ কংগ্রেসের ইনচার্জ করা হয়েছে। এআইসির দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যে আসলেন ত্রিপুরা কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ শ্রী তিলক। বুধবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্বের সাথে বৈঠকে মিলিত হন।
দীর্ঘ কয়েক ঘন্টা তিনি নেতৃত্বের সাথে আলোচনা করেন এবং ত্রিপুরা কংগ্রেসের বর্তমান অবস্থা সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি খবর নেন। কংগ্রেস ভবনে নতুন ইনচার্জকে বরণ করে নেন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলের প্রদেশ সভাপতি । কংগ্রেস ভবনের এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়, পীযূষ কান্তি বিশ্বাস সহ দলের অফিস বেয়ারার এবং শাখা সংগঠনের পদাধিকারীরা। দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ক্রিস্টোফার তিলক বলেন আগামী ২-৩ দিন রাজ্য কংগ্রেস নেতৃত্বের সাথে আলোচনা করে সমস্ত বিষয় খোঁজখবর নেবেন এবং পরবর্তীকালে সাংবাদিক বৈঠকে মিলিত হয়ে আগামীর পথচলা নিয়ে আলোচনা করবেন।