Home ত্রিপুরার খবর আগরতলা খবর রাজ্যের বীর সন্তানের প্রতি শেষ শ্রদ্ধা মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের; আর্থিক সাহায্য ঘোষনা।

রাজ্যের বীর সন্তানের প্রতি শেষ শ্রদ্ধা মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের; আর্থিক সাহায্য ঘোষনা।

0

আগরতলা,,২১ নভেম্বর,,

জম্মু কাশ্মীরের সিয়াচেনে বরফ চাপায় শহীদ বীর সন্তান ভারতীয় সেনা জওয়ান শুভঙ্কর ভৌমিককে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বুধবার বিকেলে আগরতলার এমবিবি এয়ারপোর্টে ভারতমাতার বীর সন্তানকে অন্তিম শ্রদ্ধা অর্পণ করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি শহীদ পরিবারের প্রতি আন্তরিক শোক ও সমবেদনা জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন তিনি। শহীদ পরিবারের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল (সিএমআরএফ) থেকে ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা।

প্রসঙ্গত বুধবার বিকেলে শহীদ সেনা জওয়ান শুভঙ্কর ভৌমিকের তেরঙ্গায় মোড়া কফিন বন্দি নিথর দেহ বিমান যোগে এমবিবি বিমানবন্দরে আসে। শহীদ সেনা জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে যাবতীয় প্রস্তুতি রেখেছিল ভারতীয় সেনা। যথারীতি তেরঙ্গায় জড়ানো কফিন বন্দি দেহ এসে পৌঁছতেই পূর্ণ মর্যাদায় শহীদ শুভঙ্কর ভৌমিককে বিমানবন্দর চত্বরে আনা হয়। আর সেখানেই ভারতীয় সেনা জওয়ানদের পক্ষ থেকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুট দেওয়া হয়। আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সহ রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকগণ। তারপর রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী সহ একে একে সবাই বীর শহীদ সেনা জওয়ানকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version