Home ত্রিপুরার খবর আগরতলা খবর মুখ্যমন্ত্রীর প্রতি অসন্তোষ ! বিজেপি দল ছেড়ে কংগ্রেসে যাবার ঘোষণা প্রাক্তন বিধায়ক...

মুখ্যমন্ত্রীর প্রতি অসন্তোষ ! বিজেপি দল ছেড়ে কংগ্রেসে যাবার ঘোষণা প্রাক্তন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিকের।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২৯ নভেম্বর,,

মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে বিদ্রোহ করে এবার বিজেপি দল ছাড়ছেন প্রাক্তন বিজেপি বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক সহ কয়েকজন। আগামী দিনে কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী প্রিয়াংকা গান্ধীর উপস্থিতিতে বিজেপির একাধিক নেতৃত্ব যোগ দিতে পারেন কংগ্রেসে। বুধবার রাতে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে কংগ্রেস সভাপতি আশীষ সাহার সাথে বৈঠকের পর সাংবাদিকের কাছে এই কথা জানান প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা অরুণ চন্দ্র ভৌমিক।

বুধবার সন্ধ্যায় কংগ্রেস ভবনে প্রাক্তন বিজেপি বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক

অরুণ বাবু স্পষ্ট ভাষায় বলে দেন রাজ্যের ‘মুখ্যমন্ত্রী ডেন্টাল সার্জন যেভাবে রাজ্য চালাচ্ছেন তাতে খুশি নন সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতা কর্মীরা।’ মুখ্যমন্ত্রীর প্রতি অসন্তোষ নিয়ে দলের অনেক নেতৃত্ব বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগ দিতে তৈরি হয়েছেন বলে তিনি দাবি করেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version