Home ত্রিপুরার খবর জেলার খবর মধুপুর থানার পুলিশের সাফল্য: প্রাইভেট গাড়িতে উদ্ধার তিন লক্ষ টাকার শুকনো গাঁজা...

মধুপুর থানার পুলিশের সাফল্য: প্রাইভেট গাড়িতে উদ্ধার তিন লক্ষ টাকার শুকনো গাঁজা ।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৯ ডিসেম্বর,,
রাস্তায় যানবাহন তল্লাশি করতে গিয়ে বড় সাফল্য পেল মধুপুর থানার পুলিশ। পুলিশের তল্লাশিতে প্রাইভেট গাড়িতে উদ্ধার হল তিন লক্ষাধিক টাকার শুকনো গাঁজা। ঘটনা শনিবার সন্ধ্যা নাগাদ মধুপুর থানার পুরাতন রাজনগর রাবার বাগান এলাকায়। ঘটনার বিবরণে মধুপুর থানার সাব ইন্সপেক্টর শুভজিৎ দেব বলেন এদিন সন্ধ্যায় পুরাতন রাজনগরে রাস্তার উপর যানবাহন তল্লাশি করছিল মধুপুর থানার পুলিশ। তল্লাশীর সময় ‌বিশালগড়ের দিক থেকে আসা TR01 BS 0782 সুইফট ডিজায়ার গাড়িকে দাঁড়াতে বললে চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। এতে পুলিশের সন্দেহ হয় এবং গাড়িটিকে ধরতে পুলিশ সেটির পেছনে ধাওয়া করে। রাবার বাগান এলাকায় গিয়ে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরবর্তীকালে সেই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বস্তায় ভর্তি ৬০ কেজি শুকনো গাজা।

সাব-ইন্সপেক্টর শুভজিৎ দেব জানান বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সেই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ গাড়ি সহ নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় এম ডি পি এস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে মধুপুর থানার পুলিশ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version