Home ত্রিপুরার খবর আগরতলা খবর ভারতের আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি; গোটা দেশের সাথে রাজ্যেও চলবে বর্ষব্যাপী...

ভারতের আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি; গোটা দেশের সাথে রাজ্যেও চলবে বর্ষব্যাপী অনুষ্ঠান।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,১৪ জানুয়ারি,,

১৫ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে ভারতের আবহাওয়া বিজ্ঞান বিভাগ তথা ইন্ডিয়ান মেট্রলজিক্যাল ডিপার্টমেন্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠান ।১৮৭৫ সালের ১৫ জানুয়ারি ভারতের মাদ্রাজ তথা বর্তমান চেন্নাইয়ে আবহাওয়া সংক্রান্ত পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং পূর্বাভাস দেবার লক্ষে যাত্রা শুরু করেছিল ভারতের আবহাওয়া বিজ্ঞান বিভাগ। ১৫০ পূর্তি উপলক্ষে বর্ষব্যপি উৎসব উদযাপন করতে চলেছে ভারতের আবহাওয়া বিজ্ঞান বিভাগ। ১৫ই জানুয়ারি দেশের রাজধানী দিল্লির লোদি রোডে আবহাওয়া বিজ্ঞান বিভাগের সদর দপ্তর মৌসম ভবনে বর্ষব্যপি অনুষ্ঠান মালার সূচনা করবেন উপ রাষ্ট্রপতি জগদীশ ধনখড়। দেশের বিভিন্ন রাজ্যে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেড়শ বছর পূর্তি উদযাপন করা হবে। গোটা দেশের সাথে আমাদের রাজ্যেও আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া দপ্তরে বর্ষব্যাপী এই অনুষ্ঠান চলবে। ১৫ জানুয়ারি আগরতলা বিমানবন্দর স্থিত আবহাওয়া দপ্তরে সকাল ১১ টায় বর্ষ ব্যাপী অনুষ্ঠানের সূচনা করবেন আদিত্য রাজ বর্মা (বিজ্ঞানী সি)। বর্ষব্যাপী অনুষ্ঠানে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সভা সহ প্রতিযোগিতা এবং অন্যান্য অনুষ্ঠান থাকবে বলে জানা গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version