Home ত্রিপুরার খবর আগরতলা খবর ভয়ংকর সড়ক দুর্ঘটনা আগরতলায় ! দুই অটোর সংঘর্ষে রাস্তায় পড়ে রইল যাত্রীর...

ভয়ংকর সড়ক দুর্ঘটনা আগরতলায় ! দুই অটোর সংঘর্ষে রাস্তায় পড়ে রইল যাত্রীর হাত।

0
Oplus_131072

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৬ আগস্ট,,

ভয়ংকর দুর্ঘটনা ঘটলো আগরতলা শহরের পুরাতন রাজভবনের পেছনে রাস্তায়। দ্রুতগামী দুটি যাত্রীবাহী অটোর সংঘর্ষে শরীর থেকে হাত কেটে রাস্তায় খুলে পড়লো এক মহিলা যাত্রীর। আশঙ্কাজনক অবস্থায় মহিলা বর্তমানে জিবি হাসপাতালে ভর্তি আছেন। আহত মহিলারা নাম অনামিকা দত্ত (৩০), বাড়ি নন্দননগরে। মহিলা সোমবার সকালে অটো দিয়ে বের হয়ে রাধানগরের দিকে যাচ্ছিলেন। পুরাতন রাজবাড়ির পেছন থেকে ট্রাফিক সিগন্যালের পাশে বিপরীত দিক থেকে আসা একটি অটোর সঙ্গে সেই অটোর সংঘর্ষ হয়। সংঘর্ষে অনামিকা দত্তের একটি হাত শরীর থেকে কাটা পড়ে রাস্তায় খুলে পড়ে।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

প্রাথমিকভাবে ট্রাফিকের এক ডিএসপি জানিয়েছেন মহিলা হাট অটোর বাইরে রেখেছিলেন। প্রচন্ড জুড়ে দুর্ঘটনায় সেই হাত শরীর থেকে খুলে পড়েছে। পরবর্তীকালে অটোচালক মহিলাকে রক্তাক্ত অবস্থায় সরাসরি হাসপাতালে না নিয়ে পুনরায় তার বাড়িতে নিয়ে যান। সেখান থেকে মহিলাকে জিবি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। মহিলার শরীর থেকে প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রাজধানীর বুকে দুই অটোর সংঘর্ষে যাত্রীর হাত খুলে রাস্তার পড়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version