Home ত্রিপুরার খবর আগরতলা খবর বিশ্ব ফটোগ্রাফি দিবসে আগরতলায় ৩ দিনের প্রদর্শনী ; চিত্র সাংবাদিকদের কাজের প্রশংসা...

বিশ্ব ফটোগ্রাফি দিবসে আগরতলায় ৩ দিনের প্রদর্শনী ; চিত্র সাংবাদিকদের কাজের প্রশংসা মুখ্যমন্ত্রীর।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,,আগরতলা, ১৯ আগস্ট,,

‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’ উপলক্ষে রাজ্যের চিত্র সাংবাদিকদের কাজের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী এই বিশেষ দিনে চিত্র সাংবাদিকদের আয়োজিত চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন এবং তাদের শুভেচ্ছা জানান। সোমবার ১৯ আগস্ট “বিশ্ব ফটোগ্রাফি দিবস। ” এই উপলক্ষে ‌ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক আলোকচিত্র প্রদর্শনীর শুরু হয়েছে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে । এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন আয়োজিত এই প্রদর্শনীর এবছরের বিষয় হচ্ছে ‘অকালবোধন’, ‘Akal Bodhan’, “Untimely awakening of Maa Durga. প্রদর্শনীতে মুখ্যমন্ত্রী প্রয়াত আলোকচিত্রী দেবাশীষ বরুয়া ও সুশান্ত দাশের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

মুখ্যমন্ত্রী প্রদর্শনীর আলোকচিত্র সহ পুরানো ক্যামেরার সংগ্রহ ঘুরে দেখেন। মুখ্যমন্ত্রী নিজেও ক্যামেরা হাতে নিয়ে একটি ছবি তোলেন। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ত্রিপুরার উপাচার্য ডঃ রতন কুমার সাহা, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এবং সম্পাদক রমাকান্ত দে, ত্রিপুরা ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি প্রলজিৎ পাল, সম্পাদক অভিষেক সাহা। আগামী ২১ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। প্রদর্শনীতে রাজ্যের চিত্র সাংবাদিকদের তোলা ‘অকালবোধন’ বিষয়ে ৭৬ টি ছবি প্রদর্শন করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version