Home ত্রিপুরার খবর আগরতলা খবর “বিজেপি জোট জামানায় বেড়েছে রক্তদানের আয়োজন।” দাবি পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর।

“বিজেপি জোট জামানায় বেড়েছে রক্তদানের আয়োজন।” দাবি পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ২০ ফেব্রুয়ারি,,

“মানবধর্ম-ই আজকের দিনে সবচেয়ে বড় ধর্ম। আমরা ভগবানকে দেখিনা। কিন্তু একটা বিশ্বাস আমাদের মধ্যেই ভগবান থাকেন। রক্তদান সেই ভগবানকে সেবা করার অন্যতম সুযোগ। রক্তদানের বিকল্প নেই। আমার দেওয়া রক্ত কোন জাতের কোন ধর্মের কোন লোকের কাজে লাগবে তা না জেনেই আমি মানব ধর্ম পালনের জন্য রক্ত দান করছি।”মঙ্গলবার ত্রিপুরা পরিবহন দপ্তরের উদ্যোগে ৩৫ তম জাতীয় সড়ক সুরক্ষা মাস২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে ঠিক এই ভাবেই নিজের বক্তব্য তুলে ধরেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি আরো বলেন বিজেপি জোট সরকার ত্রিপুরায় ক্ষমতায় আসার পর সামাজিক সংগঠন এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং পারিবারিক উদ্যোগে রক্তদানের আয়োজন বেড়ে গেছে। তিনি এই ধরনের উদ্যোগের জন্য ত্রিপুরা পরিবহন দপ্তরের প্রশংসা করেছেন। আগরতলা পরিবহন দপ্তরের সামনে স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রী সহ উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের সচিব এবং অন্যান্য আধিকারিক। ত্রিপুরা পরিবহন দপ্তর এবং ট্রাফিক পুলিশের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সড়ক সুরক্ষা এবং দুর্ঘটনা এড়াতে যানচালকদের বিশেষভাবে সতর্ক করতে গুরুত্ব দেওয়া হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version