Home ত্রিপুরার খবর আগরতলা খবর বাইপাসে ছিনতাই কান্ডে গ্রেফতার ; অভিযুক্তকে ছাড়িয়ে নিতে থানা উড়িয়ে দেওয়ার হুমকি...

বাইপাসে ছিনতাই কান্ডে গ্রেফতার ; অভিযুক্তকে ছাড়িয়ে নিতে থানা উড়িয়ে দেওয়ার হুমকি প্রমিলা বাহিনীর

0

সংবাদ প্রতিনিধি,, বিশালগড়,,১১ ডিসেম্বর

থানা পুলিশের দুর্বলতার সুযোগ নিয়ে বিশালগড় বাইপাসে ছিনতাই কান্ডে এবার আইন হাতে তুলে নিচ্ছে অভিযুক্তদের পরিবার। ছিনতাই কান্ডের শুরুতে বিশালগড় থানার পুলিশ অভিযুক্তদের ধরার ক্ষেত্রে তালবাহানা করেছিল। চাপের মুখে পুলিশ যখন কাজ করতে চাইছে তখন সুযোগ বুঝে মাঠে নেমে পড়েছেন অভিযুক্তদের পরিবারের একাংশ। ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ যাকে গ্রেফতার করছে তাকে থানা থেকে মুক্তি দেওয়ার দাবিতে সোমবার ফের থানা ঘেরাওয়ে সামিল হন অভিযুক্তের পরিবার সহ এলাকার লোকজন। তারা রীতিমতো আইন হাতে তুলে নিয়ে হুমকি দেন ” থানা উড়িয়ে দেওয়ার “!

নাগরিক এবং পুলিশের এই সমন্বয়হীনতার অভাবে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ঘটনার বিবরণ জানা যায় বিশালগড় বাইপাসে গত ২ ডিসেম্বর একটি মুড়ির গাড়িতে ছিনতাই হয়েছিল। সন্ধ্যার পর ছিনতাইবাজরা বাইপাসের লক ডাউন চৌমুনিতে মুড়ির গাড়ি আটক করে চালকের কাছ থেকে আড়াই লক্ষ টাকা ছিনতাই করেছিল।

বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। বাইপাস সড়কের নিরাপত্তা নিয়ে বিশালগড় থানার পুলিশের দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠে। এমনকি বাইপাসের নিরাপত্তা সুনিশ্চিত করতে মাঠে নেমে টহল শুরু করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব।

এরপরই বিশালগড় থানার পুলিশ চাপের মুখে সন্দেহভাজন কয়েকজন ছিনতাইবাজকে গ্রেফতার করে। পুলিশ গ্রেফতার করে সরকার টিলার শুভঙ্কর দাস নামে এক যুবককে। পুলিশ যখন কাজ শুরু করে তখন ফের মাঠে নেমে পড়েন অভিযুক্তের পরিবার এবং এলাকার লোকজন। তদন্তের আগেই অভিযুক্তদের নির্দোষ দাবী করে চেষ্টা হচ্ছে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার। চলছে থানায় ঢুকে বিক্ষোভ এবং থানা ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন প্রমিলা বাহিনী। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেন এই গুরুত্বপূর্ণ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version