প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,,২৭ নভেম্বর,,
বাংলাদেশে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকনের নেতা শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনৈতিক গ্রেপ্তার নিয়ে বাংলাদেশ সহ গোটা বিশ্বে প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে। গোটা বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে চিন্ময় প্রভুর বিনা শর্তে মুক্তির দাবিতে প্রতিবাদী আন্দোলন শুরু হয়েছে। বুধবার আগরতলা শহরে মিছিল এবং বাংলাদেশ সরকারি হাইকমিশনের অফিসে ডেপুটেশন প্রদান করেন সনাতনী হিন্দু সেনা- র ব্যানারে সনাতনী ধর্মাবলম্বী লোকেরা।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
শহরে মিছিল করে গিয়ে তারা ভিসা অফিস ঘেরাও করতে চায়। সেখানে পুলিশ তাদের আটকে দেয়। চিন্ময় প্রভুর অবিলম্বে বিনা শর্তে মুক্তির দাবি সহ ৮ দফা দাবিতে সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। একইভাবে কৈলাশহর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সনাতনীরা প্রতিবাদে সামিল হয়েছেন। ইসকনের চিন্ময় প্রভুর বিনাশর্ত মুক্তির দাবি সহ বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদ হচ্ছে সর্বত্র।