প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৯ আগস্ট,,
বন্যা দুর্গত ত্রিপুরাকে “ন্যাচারাল ক্যালামিটি এফেক্টেড এরিয়া” হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। গত ২৪ শে আগস্ট মুখ্য সচিবের নেতৃত্বে ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তীকালে ২৭ আগস্ট সংশ্লিষ্ট দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে এক নির্দেশে ত্রিপুরা রাজ্যকে প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছেন।

প্রসঙ্গত ১৯ আগস্ট থেকে লাগাতর বৃষ্টিতে ত্রিপুরায় ৩১ জন লোক মারা গেছেন। ২ জন আহত হয়েছেন এবং ১ জন এখনো নিখোঁজ রয়েছেন। ৫৩ হাজারের বেশি লোক শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। প্রাথমিক হিসাব অনুযায়ী রাজ্যে বন্যায় ১৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। বন্যা কবলিত ত্রিপুরায় বিভিন্ন জায়গাতে জাতীয়, সড়ক ও রাজ্য সড়ক থেকে গ্রাম এলাকার রাস্তাঘাট বিধ্বস্ত রয়েছে।
নষ্ট হয়েছে সরকারি, বেসরকারি এবং ব্যক্তিগত প্রতিষ্ঠান সহ সম্পত্তি। এই অবস্থায় ত্রিপুরার দুর্যোগ মোকাবেলা অথরিটি সমস্ত বিষয় খতিয়ে দেখে ত্রিপুরা রাজ্যকে প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছে।