Home ত্রিপুরার খবর প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ; স্কুলের গেটে তালা অভিভাবক মহলের।

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ; স্কুলের গেটে তালা অভিভাবক মহলের।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, বিশালগড়,, ৮ জুলাই,,

স্কুলের ফান্ডের প্রায় ছয় লক্ষ টাকা গায়েব করে দেওয়ার অভিযোগ সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে স্কুলের গেটে তালা ঝুলালো অভিভাবক মহল। সোমবার এই ঘটনা টাকারজলা সাউথ এইচএস স্কুলে। অভিযোগ স্কুলের প্রধান শিক্ষিকা রিমুই রোখুং কয়েকজন নেত্রী স্থানীয় লোককে সঙ্গে নিয়ে স্কুল ফান্ডের ৫ লক্ষ ৭০ হাজার টাকা গায়েব করে দিয়েছেন। অভিযোগ রয়েছে স্কুলের মিড ডে মিল সঠিকভাবে বাচ্চাদের না খাওয়ানোর। অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে সোমবার স্কুলে গিয়ে গেইটে তালা ঝুলিয়ে আন্দোলন করতে থাকেন। অভিযোগ প্রধান শিক্ষিকার দুর্নীতিতে শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে স্কুলে। যদিও প্রধান শিক্ষিকা এই ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এদিন স্কুলের সামনে দীর্ঘক্ষন হই-হট্টগোল চলে ।পরবর্তীকালে স্কুল পরিচালন কমিটির তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version