Home জাতীয় খবর প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে হামলা শাসক শরিক দলের! ত্রিপুরায় চাঞ্চল্য।

প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে হামলা শাসক শরিক দলের! ত্রিপুরায় চাঞ্চল্য।

0
Oplus_131072

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২৭ জুলাই,,

প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে ত্রিপুরার শাসক দল বিজেপি নেতাকর্মীদের উপর ভয়ানক হামলার অভিযোগ উঠেছে তাদের শরিক দল তিপ্রা মথার বিরুদ্ধে । রবিবার এই হামলা সংগঠিত হয় ত্রিপুরার আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রে। রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২৪ তম মন কি বাত অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন মন্ডলের পাশাপাশি আশারামবাড়িতে বিজেপির তরফে দলীয়ভাবে প্রধানমন্ত্রীর মনকে বাত অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতা বিপিন দেববর্মা সহ আরো অনেকে। সেই অনুষ্ঠানেই বিজেপি নেতাকর্মীরা হামলার মুখে পড়েন। বিজেপি নেতা বিপিন দেববর্মার অভিযোগ সেই অনুষ্ঠানে হঠাৎ হামলা চালায় তিপ্রা মথার উগ্র কর্মীরা। গণহারে বিজেপি নেতাকর্মীদের বাইক এবং গাড়ি ভাঙচুর করা হয়।

হামলাকারীরা দেশি বন্দুক নিয়ে বিজেপি নেতাকর্মীদের প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন বলেও তিনি অভিযোগ করেছেন বিপিন দেববর্মা। এই হামলায় ৭ টির বেশি বাইক এবং দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচজনের বেশি বিজেপি নেতাকর্মী আহত রয়েছেন বলে জানা গেছে।

হামলাকারীদের হাত থেকে রেহাই পাননি মন্ডল সভাপতিও। পরবর্তীকালে বিশাল পুলিশ টিএস আর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করেন। প্রধানমন্ত্রীর মান কি বাত অনুষ্ঠানের মত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে খোদ শরিক দলের দ্বারা এই হামলার ঘটনা রাজ্য রাজনৈতিক মহলে রীতিমতো অস্থিরতা তৈরি করে দিয়েছে। তাছাড়া এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনিমেষ দেববর্মা বিজেপির মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য। মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে এই ধরনের হামলা কিভাবে সংঘটিত হয়েছে এবং হামলার পেছনে প্রকৃত উদ্দেশ্য কি রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও স্থানীয় একটি সংবাদ মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা জানিয়েছেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তিনি বলেন ঘটনার পর মুখ্যমন্ত্রী ফোন করে তার কাছে বিস্তারিত জানতে চেয়েছেন। মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন প্রাথমিকভাবে খবর নিয়ে তিনি জানতে পেরেছেন এই হামলার ঘটনা তিপ্রা মথা দলীয় ভাবে সংঘটিত করেনি। ঘটনায় স্থানীয় কিছু লোক জড়িত রয়েছে বলে মন্ত্রী অনিমেষ দেববর্মা অভিযোগ করেছেন এবং বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত খবর নিচ্ছেন বলেও জানিয়েছেন। অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ রাজ্যে ভট্টাচার্য। তিনি বলেন এই বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে ছাড়া হবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। কোন দিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি বিজেপি নেতাকর্মী সহ পুলিশের সাথে এই বিষয়ে কথা বলেন এবং সুস্থ তদন্তক্রমে অভিযুক্তদের গ্রেফতারের দাবি তোলেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version