Home ত্রিপুরার খবর আগরতলা খবর পুলিশে বড়সড় রদবদল; বদলি ৪১ থানার ওসি।

পুলিশে বড়সড় রদবদল; বদলি ৪১ থানার ওসি।

0
Oplus_131072

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,১৭ জুলাই,,

ত্রিপুরা পুলিশের থানা স্তরে বড়সড় রদবদল হল বৃহস্পতিবার। পুলিশ সদর দপ্তর থেকে প্রকাশিত বদলি তালিকায় মোট ৫৪ জন পুলিশ আধিকারিকের নাম রয়েছে। বদলি তালিকায় নাম রয়েছে আগরতলার পূর্ব থানা এবং পশ্চিম থানা সহ রাজ্যের মোট ৪১ টি থানার ওসি হিসেবে কর্মরত পুলিশ আধিকারিকদের। তালিকায় নাম রয়েছেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। রানা চ্যাটার্জিকে পূর্ব থানা থেকে ১ কিলোমিটার দূরে পশ্চিম থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে পশ্চিম থানার ওসি পরিতোষ দাসকে ৬ কিলোমিটার দূরে আমতলী থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিম মহিলা থানার ওসি স্বস্তি দাসকে পুনরায় বিশালগড় মহিলা থানার ওসি করা হয়েছে। বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাসকে পশ্চিম মহিলা থানার ওসি করা হয়েছে। পূর্ব আগরতলা থানার ওসি করা হয়েছে ইন্সপেক্টর সুব্রত দেবনাথকে। এডি নগর থানার ওসি বিজয় দাসকে বিশালগড় থানার ওসি করা হয়েছে। এছাড়াও বদলি তালিকায় অনেক পুলিশ আধিকারিককে এক জেলা থেকে অন্য জেলায় বদলি করা হয়েছে তো কয়েকজনকে ওসি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এই বদলি তালিকা প্রকাশের পর পুলিশের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ পুলিশ সদর দপ্তর থেকে নির্দিষ্ট করে কিছু পুলিশ আধিকারিককে অত্যন্ত গুরুত্ব দিয়ে সুবিধা জনক স্থানে জায়গা করে দেওয়া হচ্ছে। তাদের এই সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ঠিক কোন ধরনের দক্ষতা কাজ করছে তা নিয়ে সন্দেহ রয়েছে সহকর্মী মহালয়।

Oplus_131072

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version