Home ত্রিপুরার খবর আগরতলা খবর পুনরায় রোগী কল্যাণের চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। খুশির হাওয়া ক্যান্সার হাসপাতালে।

পুনরায় রোগী কল্যাণের চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। খুশির হাওয়া ক্যান্সার হাসপাতালে।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১০ ফেব্রুয়ারি,,
পুনরায় ত্রিপুরার রিজনাল ক্যান্সার হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন জনপ্রিয় বিধায়ক রতন চক্রবর্তী। শুক্রবার প্রশাসনিকভাবে এক নির্দেশে আগরতলা অটল বিহারী আঞ্চলিক ক্যান্সার হাসপাতালের নতুন রোগী কল্যাণ সমিতির নাম ঘোষণা করা হয়েছে। সেই কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ খয়েরপুর কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী। ভাইস চেয়ারম্যান হয়েছেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস । মোট ১৩ জনের কমিটি করা হয়েছে। সেই কমিটিতে স্থানীয় দুই কর্পোরেটরও রয়েছেন।

বিধায়ক রতন চক্রবর্তী আগেও ক্যান্সার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। ক্যান্সার হাসপাতালের চেয়ারম্যান থাকাকালে হাসপাতালের পরিষেবা অনেক উন্নত হয়েছিল। হাসপাতালের চেহারা পাল্টে দিয়েছিলেন তিনি। কিন্তু বিভিন্ন কারণে রাজ্যের সবকটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতিগুলো ভেঙে দিয়েছিল রাজ্য সরকার। তারপর ক্যান্সার হাসপাতালের পরিষেবা দিনকে দিন খারাপ হতে থাকে। সম্প্রতি ক্যান্সার দিবসের একটি অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সেই হাসপাতালে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সমস্ত বিষয় খোঁজখবর নেওয়ার পর কাজের নিরিখে পুনরায় প্রবীণ রাজনীতিবিদ এবং সজ্জন ব্যক্তি বিধায়ক রতন চক্রবর্তীকে উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম প্রধান এই ক্যান্সার হাসপাতালের চেয়ারম্যান পদে দায়িত্ব দিয়েছেন বলে জানা গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version