Home ত্রিপুরার খবর পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ রাজ্যে !বিধায়ক,প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে নাগরিক বিক্ষোভ।

পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ রাজ্যে !বিধায়ক,প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে নাগরিক বিক্ষোভ।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৮ আগস্ট,,

রাজ্যে ভালো চলছে না পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোটের দিন একযোগে রাজ্যের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সন্ত্রাস চলছে বলে অভিযোগ করছেন বিরোধী দল সহ খোঁজের শাসক শরিক তিপড়া মথা। ধনপুর বিধানসভা কেন্দ্রের মতো কোথাও কোথাও বিধায়কের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল নিয়ে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

কোথাও নির্দল প্রার্থীকে ভোটকেন্দ্রের সামনে থেকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। বিলোনিয়া ভারতচন্দ্র নগরে ভোট কেন্দ্রে বাইক বাহিনীর হামলার শিকার হয়ে আক্রান্ত হলেন নির্দল প্রার্থী।

ভোট কেন্দ্রে পুলিশ এবং অতিরিক্ত পুলিশের টহল থাকলেও সবই লোক দেখানো বলে অভিযোগ উঠেছে। পুলিশের সামনেই বিভিন্ন স্থানে শাসকদলের সন্ত্রাস এবং ছাপ্পা ভোটের অভিযোগ উঠছে। অভিযোগ বিরোধীদের ভয় দেখিয়ে ঘর বন্দী রেখে একতরফা শান্তির ভোটের চিত্র তুলে ধরার চেষ্টা করছে পুলিশ প্রশাসন এবং শাসকদল। গণতন্ত্রের এই ধরনের অব্যবস্থা নিয়ে সাধারণ নাগরিক মহল থেকে শুরু করে বিভিন্ন স্থানে বিরোধী নেতাকর্মী বিধায়কদের প্রতিবাদ করতে দেখা যাচ্ছে। যদিও বিরোধীদের বিভিন্ন অভাব-অভিযোগ কে দূরে সরিয়ে শান্তিপূর্ণ এবং অবাধ ভোটের দাবি করছেন শাসক দলের প্রার্থী ,বিধায়ক সহ নির্বাচন কমিশন এবং পুলিশের আধিকারিকরা।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version