Home ত্রিপুরার খবর জেলার খবর নাশকতার আগুনে পুড়ল দোকান ! সর্বস্বান্ত স্বামীহারা মহিলা।

নাশকতার আগুনে পুড়ল দোকান ! সর্বস্বান্ত স্বামীহারা মহিলা।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, কৈলাশহর,, ৯ মে,,

গভীর রাতে রহস্যজনকভাবে লাগা আগুনে পুড়ে ছাই হয়ে গেল কৈলাশহর ডাকবাংলো সংলগ্ন একটি স্টেশনারী দোকান। অভিযোগ এই অগ্নিকাণ্ডের পেছনে দুষ্কৃতীদের হাত রয়েছে। বুধবার রাত আনুমানিক দুইটার সময় কৈলাশহর ডাকবাংলো সংলগ্ন স্থানে জয়রাম ভ্যারাইটিজ এবং কম্পিউটার সেন্টারে অগ্নি সংযোগ হয় । আগুনে দোকানের সবকিছু জ্বলে রিতিমত ছাই হয়ে যায় । এই দোকানের মালিক একজন বিধবা মহিলা। মহিলার বিবরণ রাতে তিনি খবরের পাননি তার দোকানে আগুন লেগেছে। দোকানের আশপাশে অনেক লোকের বাড়ি থাকলেও কেউ তাকে রাতে আগুনের খবর জানায়নি। সকালে খবর পেয়ে তিনি আগুনে ক্ষতিগ্রস্ত কঙ্কালসার দোকান দেখতে পান এবং হাহাকার শুরু করেন ।

মহিলার অভিযোগ নাশকতার উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা এই অগ্নি সংযোগ করেছেন। এই মহিলা দীর্ঘদিন থেকে ডাক বাংলো সংলগ্ন স্থানে ব্যবসা করে আসছেন। উনার দোকানে দুইটি ফ্রিজ ছিল, ছিল কম্পিউটার, ল্যাপটপ সহ প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার জিনিসপত্র । আগুনে সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। স্বামীহারা মহিলা দোকানের রোজগারের মাধ্যমে নিজের পরিবার পালন করতেন । তার একটি মেয়ে রয়েছে । মেয়ের পড়াশোনা সহ সম্পূর্ন খরচ এই দোকানের ব্যবসার উপর নির্ভর ছিল। রাতের আগুনে তিনি এখন সর্বস্বান্ত হয়ে গেছেন বলে সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version