Home ত্রিপুরার খবর আগরতলা খবর দুর্গাপূজায় ছুটি বাতিল প্রশাসনের আধিকারিকদের, চলবে না চলার জুলুম: মুখ্যমন্ত্রী

দুর্গাপূজায় ছুটি বাতিল প্রশাসনের আধিকারিকদের, চলবে না চলার জুলুম: মুখ্যমন্ত্রী

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৪ আগস্ট,,

এ বছর দুর্গাপূজায় কোন ছুটি পাচ্ছেন না প্রশাসনের আধিকারিকরা। রবিবার আগরতলায় মুক্তধারা হলে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক বৈঠকে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। দুর্গাপূজার দিনগুলোতে নাগরিকদের যথাযথভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনভাবেই যাতে চাঁদার জুলুম না হয় সেই বিষয়ে কড়া বার্তা দিয়েছেন। প্রসঙ্গত আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে রবিবার মুক্তধারা প্রেক্ষাগৃহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এই সভায় সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিক উপস্থিত ছিলেন। একইভাবে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাব এবং পূজা কমিটির প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী পূজা উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন তারা যাতে দায়িত্বশীল নাগরিক হিসেবে আরও আনন্দ এবং সম্প্রীতির সাথে এই পূজা উদযাপন করতে পারেন। পাশাপাশি এদিনের আলোচনায় দুর্গাপূজা শেষে মায়ের গমন কার্নিভাল অনুষ্ঠানকে কিভাবে সর্বাত্মক সুন্দরভাবে সম্পন্ন করা যাবে সেই বিষয়েও আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন দুর্গাপূজার আগেই স্মার্ট সিটির বিভিন্ন চলমান কাজ গুলিকে সমাপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এই প্রকল্পের সচিব আইএএস শৈলেশ কুমার যাদব ইতিমধ্যেই দিল্লিতে ডেপুটেশনে যাওয়ার নির্দেশ পেয়েছেন। মুখ্যমন্ত্রী এদিন জানিয়ে দিয়েছেন আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অসমাপ্ত কাজগুলিকে গুটিয়ে আনার আগে পর্যন্ত এই আধিকারিককে রাজ্য থেকে ছাড়া যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version