Home জাতীয় খবর দুই মাসের ব্যবধানে তৃতীয়বার দুর্ঘটনা ! মঙ্গলবার বেলাইন হাওড়া-মুম্বাই মুখী এক্সপ্রেস ট্রেন।

দুই মাসের ব্যবধানে তৃতীয়বার দুর্ঘটনা ! মঙ্গলবার বেলাইন হাওড়া-মুম্বাই মুখী এক্সপ্রেস ট্রেন।

0
Oplus_0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৩০ জুলাই,,

দুই মাসের ব্যবধানে তৃতীয় বার রেল দুর্ঘটনা ঘটল মঙ্গলবার। মঙ্গলবার ভোর রাতে দুর্ঘটনাগ্রস্ত হয়ে হাওড়া থেকে মুম্বাই মুখী ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এক্সপ্রেস। ঝাড়খণ্ডের চক্রধরপুরে রেল বেলাইন হয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে । পরিত্যক্ত মাল গাড়ির কামড়ার সঙ্গে ধাক্কায় রেলের ১৮ টি কামরা বেলাইন হয়ে পড়ে। পিটিআই সূত্রে খবর ২ জন মারা গেছেন এবং ২০ জনের মত দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে এই বিষয়ে সরকারি কোন তথ্য পাওয়া যায়নি । দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গেই রেললাইনের পাশে থাকা নাগরিকরা উদ্ধার কার্য শুরু করেন। পরে দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় প্রশাসনিক উদ্ধারকারী দল। যাত্রীদের দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য চক্রধরপুর থেকে পৌঁছে যায় রিলিফ ট্রেন। প্রাথমিকভাবে জানা গেছে ইতিপূর্বে রেল লাইনের উপর একটি মালগাড়ির কয়েকটি বগি পড়েছিল। ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই মুম্বাইগামী হাওড়া এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক। নম্বর দুটি হল- 033-26382217 এবং 94333-57920 নম্বর। প্রসঙ্গত হাওড়া মুম্বাইয়ে যাতায়াতের অন্যতম ব্যস্ততম লাইনে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় সেই লাইনে রেল চলাচল স্তব্ধ হয়ে পরেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version