Home জাতীয় খবর দিল্লি ‘উল্লাস’ মেলায় ত্রিপুরার শিক্ষা স্টল। ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী।

দিল্লি ‘উল্লাস’ মেলায় ত্রিপুরার শিক্ষা স্টল। ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী।

0

আগরতলা ,,৬ ফেব্রুয়ারি,,

সোমবার থেকে নতুন দিল্লির জাতীয় বাল ভবনে শুরু হয়েছে নব ভারত সাক্ষরতা কার্যক্রমের অন্তর্গত দু-দিনব্যাপী ‘উল্লাস’ মেলা। বিভিন্ন রাজ্য থেকে নব সাক্ষর এবং এই কাজে নিয়োজিত আধিকারিকদের নিয়ে এই মেলার আয়োজন করে ভারত সরকারের শিক্ষা মন্ত্রক। ত্রিপুরা থেকেও পাঁচজনের প্রতিনিধির দল এই মেলায় অংশগ্রহণ করে এবং একটি সুসজ্জিত স্টলে নব ভারত সাক্ষরতা কার্যক্রমে ত্রিপুরাতে যে সমস্ত কাজ হয়েছে সেগুলি মেলায় তুলে ধরেন। ত্রিপুরার স্টল পরিদর্শন করেন ভারতের মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান , ভারতের শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল , ভারত সরকারের শিক্ষা সচিব, এনসিইআরটি অধিকর্তা সহ পদস্থ আধিকারিকরা। ত্রিপুরার প্রতিনিধি দল রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফ থেকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী এবং শিক্ষা রাষ্ট্রমন্ত্রীর হাতে পুষ্পস্তবক ও স্মারক তুলে দেন। ত্রিপুরার প্রতিনিধি দলে রয়েছেন শিক্ষা দপ্তরের ওএসডি দীপক সিংহ, ওএসডি সমির রঞ্জন নাথ সহ সুদীপ চন্দ্র ভট্টাচার্য, সত্যজিৎ সোম এবং দেবজ্যোতি পাল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version