Home আন্তর্জাতিক সংবাদ দলীয় নেতৃত্বকে নিয়ে বিতর্কিত মন্তব্য: কারণ দর্শানোর নোটিশ পেলেন তফাজ্জল।

দলীয় নেতৃত্বকে নিয়ে বিতর্কিত মন্তব্য: কারণ দর্শানোর নোটিশ পেলেন তফাজ্জল।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৯ অক্টোবর,,

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে দলীয় শাস্তির মুখে পড়লেন বিধায়ক তফাজ্জল হোসেন। রবিবার বিজেপির প্রদেশ কমিটির তরফে বিধায়ক তফাজ্জল হোসেনকে তার বিতর্কিত বক্তব্যের জন্য কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। উত্তর দেওয়ার জন্য বিধায়ক তফাজ্জলকে সময় দেওয়া হয়েছে পাঁচ দিন। প্রদেশ বিজেপর সাধারণ সম্পাদক অমিত রক্ষিতের স্বাক্ষরিত এই নোটিস ইতিমধ্যেই বিধায়কের কাছে পৌঁছানো হয়েছে বলে খবর।

দলীয়ভাবে এই কারণ দর্শানোর নোটিশের বাইরে বিধায়ককে নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে ঘরে বাইরে। বিজেপি দলের একাধিক নেতৃত্ব প্রকাশ্যে তফাজ্জলের প্রতিবাদ করছেন এবং তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছেন। এমনকি সামাজিক মাধ্যমে বনমালীপুর বিধানসভার কয়েকজন যুব নেতা দলীয় বিধায়ক তোফাজ্জল হোসেনের কুস পুত্তলিকা পোড়ানোর হুমকি দিচ্ছেন। দলীয় বিধায়কের সংখ্যা সীমিত না থাকলে দল এই মুহূর্তেই বিধায়কের তাফাজ্জল হোসেনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিত বলে সূত্রের দাবি। যদিও বর্তমানে পুরো বিষয়টি দলের হাই কমান্ডের সিদ্ধান্তের উপর টিকে আছে। বহিষ্কার না হলেও একাধিক ক্ষেত্রে বিধায়কের লাগাম টানা হতে পারে বলে দলীয় সূত্রে খবর। প্রসঙ্গত বক্সনগর বিধানসভা কেন্দ্রে ফুটবল ম্যাচের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিককে নিয়ে সমালোচনা করেছিলেন বিধায়ক তফাজ্জল হোসেন। প্রদেশ সভাপতি এবং রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যকে অতিমাত্রায় খুশি করতে গিয়ে স্ব- দলীয় নেতৃত্বের সমালোচনা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তবে এই ঘটনা ছাড়াও বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপকর্মের অভিযোগ উঠে আসছে এবং বিধানসভা এলাকার জনগণ প্রকাশ্যে তার বিরোধিতা করছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version