Home ত্রিপুরার খবর আগরতলা খবর ত্রিপুরা সরকার এবং টাটা টেকনোলজি লিমিটেড-র মধ্যে মৌ সাক্ষর।

ত্রিপুরা সরকার এবং টাটা টেকনোলজি লিমিটেড-র মধ্যে মৌ সাক্ষর।

0

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা ,,২০ নভেম্বর,,

বুধবার গুরুত্বপূর্ণ মৌ স্বাক্ষরিত হলো টাটা টেকনোলজি লিমিটেড এবং ত্রিপুরা ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশন (টিআইএফটি) তথা ইন্ডাস্ট্রি ও কমার্স ডিপার্টমেন্টের মধ্যে। রাজ্যের ১৯টি সরকারি আইটিআই এই মৌয়ের অন্তর্গত টাটা টেকনোলজি লিমিটেডের সহায়তায় উন্নীত করা হবে। চুক্তি অনুযায়ী মোট খরচের ৮৬ শতাংশ হিসাবে ৫৭০.৪০ কোটি টাকা বহন করবে টাটা টেকনোলজি লিমিটেট। অন্যদিকে রাজ্য সরকার বহন করবে মোট খরচের ১৪ শতাংশের হিসেবে ১১২. ৮৭ কোটি টাকা। এই মৌ স্বাক্ষরিত হওয়ার ফলে রাজ্যের যুবকদের ক্ষমতায়নে বিনিয়োগ, প্রশিক্ষণ এবং প্রযুক্তি রূপান্তর এবং আইটিআই এর অন্যান্য সুবিধা গুলির ব্যাপ্তি ঘটবে। এ দিনের মৌ সাক্ষর অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, শিল্প উন্নয়নমন্ত্রী সান্তনা চাকমা সহ রাজ্য প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং টাটা টেকনোলজি লিমিটেডের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version