সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৫ নভেম্বর,,,
ডিসেম্বরে পাঁচ রাজ্যের ফলাফল ঘোষণার পর ত্রিপুরা সফরে আসছেন সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী। ত্রিপুরায় সফরসূচি রয়েছে সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীরও। লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরায় নিজেদের সাংগঠনিক শক্তি আরো শক্ত করতে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের এই সফরসূচি বলে বলে দলীয় সূত্রের খবর। প্রিয়াঙ্কা গান্ধীর রাজ্য সফরকে কেন্দ্র করে শনিবার আগরতলা স্টুডেন্টস হেলথ হোমে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস সি ডব্লিউ সি আমন্ত্রিত সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। বৈঠকে ত্রিপুরা প্রদেশের সমস্ত জেলা কংগ্রেস সভাপতি, ব্লক স্তরের নেতৃত্ব, ছাত্র,যুব, মহিলা সহ সকল শাখা সংগঠনের নেতৃত্বে উপস্থিত থেকে নিজেদের মতামত দেন।
লোকসভা নির্বাচনের আগে দলকে কিভাবে আরো সাংগঠনিকভাবে মজবুত করা যায় তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বর্তমান সরকার এবং শাসক দলের বিভিন্ন দুর্বল দিকগুলোকে সামনে তুলে কংগ্রেস নেতৃত্বকে মানুষের ঘরে ঘরে গিয়ে সুখ দুঃখের অংশীদার হতে আহ্বান জানান প্রদেশ নেতৃত্ব। সেই সাথে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের সফরকে সর্বাত্মক সাফল্যমন্ডিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।