প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,২২ জুলাই,,
আগামী ২৭ আগস্ট কর্নাটকে অনুষ্ঠিত হবে জাতীয় মহিলা জুনিয়র বালিকা বিভাগের ফুটবল আসর। রাজ্যের খেলোয়াড়রাও এই প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতাকে সামনে রেখে সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে দুনিয়ার বালিকা ফুটবল দলের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয়।
এই জার্সি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি এফ এ সভাপতি প্রনব সরকার, বরিষ্ঠ সম্পাদক সুবল কুমার দে, সচিব অমিত চৌধুরী , পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্যরা। জাতীয় আসরের জন্য মঙ্গলবার রাজ্য ত্যাগ করবে খেলোয়াড়েরা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার রাজ্য দলের সাফল্য কামনা করেছেন।
মহিলা ডাবল লিগ ফুটবল প্রতিযোগিতায় জয় ছিনিয়ে নিলো বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত লিগের শেষ ম্যাচে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের বিপরীতে ছিল জষ্পুইজলা প্লে সেন্টার । লিগে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার এর সংগ্রহ ছিলো ৮ ম্যাচে ২০ পয়েন্ট। অন্য দিকে জষ্পুইজলা প্লে সেন্টারের সংগ্রহ ছিলো ১৯ পয়েন্ট। স্বাভাবিকভাবেই বিশ্রামগঞ্জ প্লে সেন্টার জয় ছিনিয়ে নিলো। রার্নাস হয় জষ্পুইজলা প্লে সেন্টার। এদিন ম্যাচ শেষে পুরস্কার বিতরণি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রনব সরকার, সচিব অমিত চৌধুরী, প্রেট্রন রতন সাহা, রাজ্যের বিশিষ্ট্য সাংবাদিক সুবল কুমার দে, কোচ বিশেশ্বর নন্দী, জিমনাস্ট দীপা কর্মকার সহ আরো অনেকে।