Home ত্রিপুরার খবর চৈত্রে “কালবৈশাখীর” দাপট ! দুই মিনিটের ঝড়ে বিধ্বস্ত বহু বাড়িঘর।

চৈত্রে “কালবৈশাখীর” দাপট ! দুই মিনিটের ঝড়ে বিধ্বস্ত বহু বাড়িঘর।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৪ মার্চ,,

চৈত্রমাসে “কালবৈশাখীর” ঝড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হলো রাজ্যের বিভিন্ন অংশে। শনিবার রাতে মাত্র দুই মিনিটের ঝড় হয়েছে বলেন আগরতলা বিমানবন্দর আবহাওয়া দপ্তরের তথ্য। সেই দুই মিনিটের ঝড়ে রাজ্যের কয়েক জায়গাতে বাড়িঘর এবং দোকানপাট বিধ্বস্ত হয়। উপরে পড়ে গাছপালা । শিলাবৃষ্টিতে বাড়ি ঘরের টিনের চাল ফুটো হয়ে যায়। ক্ষতি হয়েছে কৃষিতে। রাতের ঝরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে পড়ে। এক দুই জায়গাতে ঝরে মানুষ এবং গবাদি পশু ক্ষতের খবর রয়েছে।

যদিও রবিবার দুপুর পর্যন্ত ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে সরকারিভাবে কোন তথ্য পাওয়া যায়নি। আগরতলা বিমানবন্দর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী চৈত্র মাসের এই সময়ে উত্তর পশ্চিমের হাওয়ার প্রভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। সেই মেঘের কারণে ঝড় বৃষ্টি হয়ে থাকে । এই ঝড়-বৃষ্টিই বাংলা অঞ্চল গুলিতে কাল বৈশাখীর ঝড় হিসেবে পরিচিত। শনিবার রাতে দশটা দুই মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত কালবৈশাখীর ঝড়ের রেকর্ড রয়েছে আবহাওয়া দপ্তরে। ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। দুই মিনিটের ঝড়ে রাজ্যের বিভিন্ন মহকুমা রীতিমতো তছনছ হয়ে যায়। প্রচুর বাড়িঘরে ক্ষয়ক্ষতির খবর রয়েছে। তাছাড়া রাত দেড়টার পর রাজ্যের বিভিন্ন মহকুমায় শিলাবৃষ্টি এবং ঝড়ো হওয়া সহ বৃষ্টিপাতের খবর রয়েছে। সিপাহীজলা জেলার কোনাবন, সোনামুড়া দুর্গাপুর প্রভৃতি স্থানে রাতে শিলাবৃষ্টিতে বাড়ি ঘরের টিনের চাল ফুটো হয়ে যায় বলে খবর।

ছবি: শনিবার রাতে সিপাহীজলা জেলায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘরের চাল।

ডুম্বুর এ রাতে ভারী ঝড় বৃষ্টিতে বাড়িঘর ভাঙচুর সহ বাড়ির লোকেদের নিখোঁজ হওয়ার খবর রয়েছে। রাতে ঝড়ের পর রবিবার সকালে বিভিন্ন স্থানে মহকুমা প্রশাসন আপাতকালীন পরিষেবা নিয়ে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায়। খবর লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের তরফে উদ্ধারকার্য চলছে বলে জানা গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version