Home ত্রিপুরার খবর আগরতলা খবর কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে মোদি সরকার ! প্রতিবাদে রাজভবন ঘেরাও করবে সংযুক্ত...

কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে মোদি সরকার ! প্রতিবাদে রাজভবন ঘেরাও করবে সংযুক্ত কিষান মোর্চা ও শ্রম সংগঠনের।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা ,,২২ নভেম্বর,,

কৃষক স্বার্থে মোদি সরকারের কথার খেলাপের তিন বছরে পূর্ণ দিবস হিসেবে ২১ দফা দাবি নিয়ে দেশের প্রত্যেকটি রাজ্যের রাজভবন ঘেরাও করবে সংযুক্ত কিষান মোর্চা সহ বিভিন্ন শ্রম সংগঠন। দেশের প্রতিটি রাজ্যে ২৬ থেকে ২৮ নভেম্বর তিন দিন এই রাজভবন ঘেরাও কর্মসূচি পালন হবে। বুধবার আগরতলার কৃষক ভবনে এক সাংবাদিক সম্মেলনে সংযুক্ত কিষান মোর্চার রাজ্য আহ্বায়ক পবিত্র কর এই ঘোষণা দিয়েছেন। রাজ্যের পরিস্থিতি ব্যাখ্যা করে পবিত্র কর বলেন আমাদের রাজ্যের গণতন্ত্রহীন পরিস্থিতি বিবেচনায় শুধু আগরতলাতে ২১ দফা দাবি নিয়ে ২৮ তারিখ রাজভবন অভিযান হবে। ২৬ ও ২৭ নভেম্বর প্রত্যেক মহকুমায় হবে বিক্ষোভ কর্মসূচি।

তিনি বলেন এখন ফসল লাগানোর জন্য কৃষকদের ব্যস্ততম সময়। তারপরও পাঁচ হাজার কৃষক ও শ্রমজীবী মানুষ এই অভিযানে অংশ নিতে পারেন ।

তিনি আরো বলেন কৃষকদের ন্যুনতম সহায়ক মূল্য দেবার কথা ঘোষণা করলেও প্রধানমন্ত্রী হয়ে সব ভুলে গেছেন নরেন্দ্র মোদী সাহেব। উল্টো সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে তাঁর সরকার বলেছেন ন্যুনতম সহায়ক মূল্য দেয়া সম্ভব নয়।তিনি বলেন দেশের কৃষকদের কাছে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষক আন্দোলনের সময়ে যে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ দু বছর ধরে তা রক্ষা করেননি প্রধানমন্ত্রী । তাই আর রেয়াত করা হবে না। নভেম্বর বিপ্লবের মাসে তিনদিনের কর্মসূচি পালনের মাধ্যমে কৃষক ও শ্রমজীবী মানুষের আন্দোলন শুরু হবে। ডিসেম্বর থেকে রাজ্যে রাজ্যে কৃষক আন্দোলন সংগঠিত হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সি আই টি ইউর সম্পাদক শঙ্কর দত্ত, গোপাল দাস,রঘুনাথ সরকার ও তপন নন্দী এবং সংযুক্তকিষান মোর্চার নেতা রতন দাস।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version