Home ত্রিপুরার খবর আগরতলা খবর কাল ত্রিপুরায় আসছেন বিশ্বখ্যাত ইসলামী শিক্ষাবিদ: আগরতলা থেকে হেলিকপ্টারে যাবেন সোনামুড়া।

কাল ত্রিপুরায় আসছেন বিশ্বখ্যাত ইসলামী শিক্ষাবিদ: আগরতলা থেকে হেলিকপ্টারে যাবেন সোনামুড়া।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,, ১০ জানুয়ারি,,

বৃহস্পতিবার বিকেলের বিমানে ত্রিপুরায় আসছেন দেশের বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ তথা দারুল উলুম দেওবন্দের ভাইস চ্যান্সেলর মুফতি আব্দুল কাসিম নোমানী। ত্রিপুরার সোনামুড়া রাঙ্গামাটিয়া মাদ্রাসায় আয়োজিত বাৎসরিক ওয়াজ এবং দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে নোমানি সাহেব ত্রিপুরায় আসছেন।

দারুল উলুম সোনামুড়া রাঙ্গামাটিয়া মাদ্রাসা

ত্রিপুরা জমিয়ত উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি মুফতি তৈয়ীবুর রহমান জানিয়েছেন আব্দুল কাসিম নোমানী বৃহস্পতিবার বিকেলের বিমানে দিল্লি থেকে ত্রিপুরায় আসবেন। আগরতলা এয়ারপোর্টে অবতরণের পর নোমানী সাহেবকে হেলিকপ্টারে করে সোনামুড়া নেওয়া হবে। সোনামুড়া রাঙ্গামাটিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিলে তিনি বক্তব্য রাখবেন এবং একদিনের রাজ্য সফর শেষে পরদিনই বিমান পথে দিল্লি ফিরে যাবেন। প্রসঙ্গত মুফতি আব্দুল কাসিম নোমানী উত্তর প্রদেশের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভাইস চ্যান্সেলর হওয়ার পাশাপাশি ৫০০ জন প্রভাবশালী মুসলিমের মধ্যে অন্যতম। বিশিষ্ট ইসলামিক শিক্ষাবিদ হিসেবে বিশ্বব্যাপী উনার প্রভাব রয়েছে। আগামী কালকে প্রথমবারের মতো তিনি ত্রিপুরা তথা উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যে সফরে আসছেন বলে সূত্রের দাবি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version