সংবাদ প্রতিনিধি,,আগরতলা,, ১০ মার্চ,,
আগরতলা বিমানবন্দরে রবিবার মুখ্যমন্ত্রীর হাত ধরে আবরণ উন্মোচন করা হলো মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নবনির্মিত ব্রোঞ্জের মূর্তির । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী বিবরণ অনুযায়ী এই নতুন ব্রোঞ্জের মূর্তি তৈরিতে খরচ হয়েছে ৩৫ লক্ষ টাকা। আগরতলার স্থানীয় শিল্পী এই মূর্তি তৈরি করেছেন। মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকার ত্রিপুরা রাজাদের যোগ্য সম্মান প্রদর্শনের চেষ্টা করছে যা এক সময় হতো না।