প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২৭ আগস্ট,,
আগরতলা নন্দননগরে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ বাংলাদেশি সহ ১ ইন্ডিয়ান টাউটকে গ্রেফতার করল এনসিসি থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে সামান্য কিছু বাংলাদেশি টাকা এবং অবৈধ ভারতীয় নথিপত্র। এনসিসি থানার ওসি সুশান্ত দাস সাংবাদিকদের এই কথা জানিয়েছেন।
সুশান্ত বাবু বলেন প্রাথমিক তদন্তে জানা গেছে তারা আগরতলা নরসিংগড় দিয়ে ত্রিপুরায় প্রবেশ করেছিল। সোমবার বিকেলে নন্দন নগর মুসলিম পাড়া থেকে ৬ জন বাংলাদেশী সহ ইশা আলী নামে পশ্চিমবঙ্গের এক ইন্ডিয়ান টাউটকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে আদালতের নির্দেশে পুলিশ রিমান্ডে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
অন্যদিকে একই থানার পুলিশ রাজধানীতে ছিনতাই কাণ্ডে তদন্ত নেমে বড় সাফল্য পেল। এন সি সি থানার পুলিশের হাতে ধরা পড়েছে দুই কুখ্যাত ছিনতাইবাজ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে রাজধানী থেকে বিভিন্ন সময় ছিনতাই হওয়া বারোটি সোনার চেইন সহ অন্যান্য সামগ্রী।
উদ্ধারকৃত সোনার অলংকারের বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন।