Home ত্রিপুরার খবর একতরফা শান্তিপূর্ণ ত্রিপুরার পঞ্চায়েত ভোট ! ভোটারের অপেক্ষায় খালি শহরতলীর অধিকাংশ ভোটকেন্দ্র।

একতরফা শান্তিপূর্ণ ত্রিপুরার পঞ্চায়েত ভোট ! ভোটারের অপেক্ষায় খালি শহরতলীর অধিকাংশ ভোটকেন্দ্র।

0
oplus_1024

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৮ আগস্ট,,

ভোট কর্মীরা বসে আছেন ভোটারের অপেক্ষায়। কিন্তু ভোট কেন্দ্রে লোক নেই। শুধু বিরোধী নয় । উৎসাহহীন ভোটের আবহে শাসক দলের লোকেদেরও তেমন আগ্রহ নেই ভোটকেন্দ্রের আশেপাশে। ৮ আগস্ট বৃহস্পতিবার ত্রিপুরার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এই চিত্র দেখা গেল শহরতলীর আশেপাশে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায়। নিয়ম মেনে সকাল ৭টা থেকে ভোট শুরু হলেও অধিকাংশ ভোটকেন্দ্রে সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ১০ শতাংশেরও কম। এনসিসি মহকুমার অধীন শহরতলীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে দেখা গেল ভোটারদের উৎসাহ তেমন নেই।

ছবি: ভোটারের দেখা নেই, খালি পড়ে আছে ভোটকেন্দ্র

ভোট কর্মীরা ভোট গ্রহণ কেন্দ্রে বসে বসে অবসর সময় কাটাতে মোবাইল দেখছেন। নিরাপত্তা কর্মীরা নিজেদের বাড়ি ঘরের লোকেদের সাথে ফোনে কথা বলছেন। অবসর সময় কাটাতে প্রিসাইডিং অফিসার হাটাহাটি করছেন। মাঝেমধ্যে এক দুজন এসে ভোট দিয়ে যাচ্ছেন। ভোটার ভোটকেন্দ্রে আসছেন না বলে নিরাপত্তা কর্মীদের যেন অবসর সময়। যদিও পুলিশের ডি আই জি রেঞ্জ মনচাক ইপ্পার থেকে শুরু করে কয়েকজন আধিকারিককে নিরাপত্তার জন্য দখল দিতে দেখা গেছে।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

প্রতিবেদকের সাথে কথা বলতে গিয়ে এনসিসি মহকুমা পুলিশ আধিকারিক বলেছেন মহকুমা এলাকায় ভোটকেন্দ্র গুলিতে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। সকাল থেকে ভোটকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই বলে মহকুমা পুলিশ আধিকারিক দাবি করেছেন। ভোট কেন্দ্র গুলিতে পরিক্রমা করে বিরোধী দলের কোন এজেন্ড তো দূরের কথা প্রার্থীকেও দেখা যায়নি। এক দুজন বিরোধী প্রার্থীকে ফোন করা হলে তারা বলেন সকালে তারা ভোট দিয়ে গেছেন। সন্ত্রাসের কারণে মানুষ একতরফা ভোটের প্রতি নিজেদের ক্ষোভ প্রকাশ করতে ভোটকেন্দ্র আসছেন না বিরোধী দলের এক প্রার্থী অভিযোগ করেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version