Home ত্রিপুরার খবর আগরতলা খবর “আবার একবার,মোদি সরকার।”সূর্যমনিনগরে বাড়ি বাড়ি ভোট প্রচারে উপাধ্যক্ষ।

“আবার একবার,মোদি সরকার।”সূর্যমনিনগরে বাড়ি বাড়ি ভোট প্রচারে উপাধ্যক্ষ।

0

সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২১মার্চ ,,

বৃহস্পতিবার সকালে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ১৮ সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমতলী ভোলাগিরি এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের ৪৬ নং বুথে এদিন তিনি বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের ‘ফির একবার, মোদি সরকার ‘গঠনের আহ্বান জানান। এই বাড়ি বাড়ি ভোট প্রচারে বিধায়ক রাম প্রসাদ পাল সহ বিজিপির অন্যান্য কার্যকর্তারা অংশগ্রহণ করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় নাগরিকদের মধ্যে উৎসাহ লক্ষনীয় ছিল।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version