প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৮ নভেম্বর,,
সোমবার আগরতলায় ঐতিহ্যবাহী গেদু মিয়া মসজিদ পরিদর্শন করলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি। মহামান্য রাজ্যপাল এদিন দুপুরে আগরতলা শিবনগর স্থিত গেদু মিয়া মসজিদে যান। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সংখ্যালঘু উন্নয়ন নিগমের চেয়ারম্যান জসিম উদ্দিন, ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মফস্বর আলী, গেদু মিয়া মসজিদের ইমাম সহ অন্যান্যরা। জসিম উদ্দিন সাহেব রাজ্যপালকে গেদু মিয়া মসজিদ কমিটির পক্ষে স্বাগত জানান।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)
রাজ্যপাল বাইরে থেকে এবং মসজিদের ভেতরে ঢুকে মসজিদ পরিদর্শন করেন। তিনি মসজিদের মার্বেল পাথরের কারুকার্য, সৌন্দর্য ধর্মগ্রন্থ এবং অন্যান্য পুরাতন জিনিসগুলি খতিয়ে দেখেন। পরবর্তীকালে সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যপাল বলেন ত্রিপুরার পর্যটন নিগমের অধীনে দর্শনীয় স্থান হিসেবে এই মসজিদের নাম উল্লেখ রয়েছে। তিনি রাজ্যের প্রায় সমস্ত দর্শনীয় স্থান পরিদর্শন করেছেন এবং এই মসজিদ এদিন পরিদর্শন করেন। রাজ্যপাল মহোদয় মসজিদের সৌন্দর্য এবং সামনে থাকা জলাশয়ের সৌন্দর্য নিয়ে প্রশংসা করেন। রাজ্যপাল বলেন এই মসজিদটিকে হেরিটেজ বিল্ডিং এর অন্তর্গত করা যায় কিনা তা তিনি খোঁজখবর করবেন। অন্যদিকে মহামান্য রাজ্যপালের গেদুমিয়া মসজিদ সফরের ঘটনায় সংখ্যালঘু মহল উৎসাহিত রয়েছেন। রাজ্য বিজেপির অন্যতম সংখ্যালঘু নেতা জসিম উদ্দিন সাহেব এই সফরের প্রশংসা করেছেন এবং রাজ্যপাল মহোদয়কে ধন্যবাদ জানিয়েছেন।