প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৬ এপ্রিল,,
ইন্ডিয়া জোটের প্রার্থীদের প্রচারে মঙ্গলবার আগরতলা শহর কাঁপালেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। প্রিয়াঙ্কা গান্ধী পূর্বসূচি অনুযায়ী মঙ্গলবার বিকেল তিনটা নাগাদ আগরতলা বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে প্রিয়াঙ্কা গান্ধীকে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার শাহা সহ অন্যান্য নেতৃত্ব। বিমানবন্দর কড়া নিরাপত্তার মধ্যে সড়ক পথে তিনি সার্কিট হাউজ পর্যন্ত আসেন এবং সেখান থেকে ত্রিপুরার ইন্ডিয়া জোটের প্রার্থীদের প্রচারে ‘রোড শো’-তে অংশ নেন। প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকে দেখতে রাস্তার দুপাশে উৎসাহী জনতা এবং দলীয় কর্মী সমর্থকদের ব্যাপক ছিল। সার্কিট হাউজের সামনে থেকে তিনি বিশেষভাবে সুসজ্জিত প্রচার গাড়িতে ‘রোড শো’ করেন। গাড়িতে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা পশ্চিম ত্রিপুরার কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল রায়, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, রামনগর উপনির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাস সহ অন্যান্যরা।
সার্কিট হাউস থেকে প্রিয়াঙ্কা গান্ধীর রোড শুরু হয় উত্তর গেইট হয়ে আগরতলার কামান চৌমুহনী এবং বিভিন্ন পথ পরিক্রমা করে। সূর্য চৌমুনিতে গাড়ির উপরে থেকেই প্রিয়াঙ্কা গান্ধী সাত মিনিটের সংক্ষিপ্ত ভাষণ রাখেন। তিনি দেশের গণতন্ত্র রক্ষায় ইন্ডিয়া জোটের প্রার্থীদের ভোট দিতে নাগরিকদের আহ্বান জানান। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ভোটের ইস্যু হতে হবে আমাদের নিত্যদিনের সমস্যা, বেকারত্ব ক্ষুধা এসব কিছু। এগুলি থেকে মুক্তির জন্য ইন্ডিয়া জোটকে ভোট দিতে হবে। পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা সহ ইন্ডিয়া জোটের প্রার্থীদের ভোট দিয়ে দেশের গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষা করতে তিনি নাগরিকদের আহ্বান জানিয়েছেন। যদিও এদিন প্রিয়াঙ্কা গান্ধীর ‘রোড শো’ আগরতলার দুর্গা চৌমুনিতেতে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রাকৃতিক দুর্যোগের কারণে আগরতলা পোস্ট অফিস চৌমুনিতে সেই ‘রোড শো’ শেষ হয়ে যায়। প্রিয়াঙ্কা গান্ধী পশ্চিম থানার সামনে নিজের প্রচারগাড়ি থেকে নেমে জনতার উদ্দেশ্যে দুহাত তুলে নমস্কার জানান এবং বিদায় নিয়ে কনভয় সহ বিমানবন্দরের উদ্দেশ্যে চলে যান। আগরতলা বিমানবন্দরে তিনি কংগ্রেস নেতৃত্বের সাথে সংক্ষিপ্ত আলোচনা করেন বলে জানা গেছে। আগরতলা বিমানবন্দর থেকে তিনি সরাসরি দিল্লির বিমানে চলে যান। তবে প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসের ‘রোড শো’-তে এদিন আগরতলা শহরে ব্যাপক জনসমর্থন লক্ষণ নিয়ছিল। কংগ্রেস সেবা দলের স্বেচ্ছাসেবকরা রোড শো এর সামনে ছিলেন। পেছনে ছিল বাইক মিছিল এবং রাস্তার দুপাশে কর্মী সমর্থকদের ভিড়।
সাধারণ মানুষের মধ্যেও বিশেষ উৎসাহ লক্ষ্য করা গেছে। সব মিলিয়ে শাসকদলের একতরফা সরব প্রচারের মধ্যে রাজ্যে বিরোধী দলের নির্বাচনী প্রচারে যে একটা নিস্তেজ ভাব তৈরি হয়েছিল তা কাটিয়ে তুলতে প্রিয়ঙ্কা গান্ধীর ‘রোড শো’ এদিন বিশেষ ভূমিকা রেখেছে বলে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের দাবি। আগামী দিনে কংগ্রেসের আরো কয়েকজন তারকা প্রচারক রাজ্যে প্রচারে অংশ নেবেন বলে দলীয়ভাবে জানা গেছে।