প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১৭ নভেম্বর,,
রাজধানীর পশ্চিম থানাধীন আখড়া রোড এলাকায় এক ব্যক্তির বাড়িতে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে আর্থিক লেনদেনের বিবাদকে কেন্দ্র করে ওই ব্যক্তিকে খুন করে দেহ ঝুলিয়ে রাখা হয়েছে। যদিও প্রাথমিকভাবে পুলিশ এই অভিযোগের তেমন কোনো সত্যতা পায়নি। পুলিশের দাবি ভেতর থেকে বন্ধ ঘরে লোকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লোকটি আত্মহত্যা করেছেন। মৃত ব্যক্তির নাম শুভাগত চক্রবর্তী ওরফে অভিজিৎ। বাড়ি রেন্টাস কলোনি এলাকায়। আখাউড়া রোড এলাকায় রতন চৌধুরীর বাড়িতে রবিবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। শুভাগত চক্রবর্তী এবং রতন চৌধুরীর আর্থিক লেনদেন রয়েছে । শনিবার রাতে শুভাগত চক্রবর্তী , রতন চৌধুরীর বাড়িতে এসেছিলেন। রাতে তিনি এই বাড়িতেই থেকে জান। সকালে তাঁর মৃতদেহ উদ্ধারের পর একাংশের দাবি আর্থিক লেনদেনের বিবাদকে কেন্দ্র করে তাঁকে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে। পুলিশের দাবি মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।