আগরতলা,, ৯ সেপ্টেম্বর,,
অভিনব উদ্যোগ আইনজীবী দেবদাস বক্সীর। বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের পাশাপাশি খেলোয়ার এবং সাংবাদিকদের পরিবারদের প্রতিও নজর রেখে চলেছেন আইনজীবী দেবদাস বক্সী। বিশেষ করে বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত সাংবাদিক এবং খেলোয়ার যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী। তিনি তাদের পাশে থাকবেন বলে সাংবাদিক সম্মেলনে জানান। শুধু তাই নয় তিনি নব অঙ্গীকার ক্লাবের জন্য এবং সামাজিক কর্মসূচিতে তিনি সব সময় মানুষের পাশে থাকেন। নব অঙ্গীকার সামাজিক সংস্থা শারদীয়া পূজায় বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে । কিন্তুুুু রাজ্যে ভয়াবহ বন্যার কারণে এবারের শারদীয় দুর্গোৎসব স্বল্প পরিসরে করতে চলেছেন। রবিবার আগরতলা বড়দোয়ালী মধ্যপাড়া নব অঙ্গীকার সামাজিক সংস্থায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি, ক্লাবের সাধারণ সম্পাদক দেবদাস বক্সী সহ অন্যান্য ক্লাব সদস্যরা। সাংবাদিক সম্মেলনে সম্পাদক জানান ভয়াবহ বন্যার অত্র এলাকায় তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি । ৬টি পরিবার সামান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এবার শারদীয়া পুজাতে ৬ পরিবার চাঁদা দিতে হবে না। পাশাপাশি পূজোর দিন গুলোতে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হবে ক্লাবের পক্ষ থেকে।