সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,২৮ ফেব্রুয়ারী,,
“দিল্লি থেকে ডাক এসেছে। খালি পেটে দিল্লি যাব। কথা বলব। কিন্তু কম্প্রমাইজ করব না। দিল্লি থেকে খালি হাতে ফিরব না।” পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যের জনজাতিদের জন্য সাংবিধানিক সমাধানের দাবিতে আমরণ অনশনে বসার কয়েক মিনিটের মধ্যে এই কথা বললেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তারপরেই তিনি দিল্লির উদ্দেশ্যে মঞ্চ ছেড়ে চলে যান। মঞ্চ রক্ষার দায়িত্ব দিয়ে যান তিপড়া মথার যুব সংগঠনকে। মহারাজ বলেন দিল্লি থেকে ফিরে এসে এই মঞ্চে দাঁড়িয়েই পরবর্তী সিদ্ধান্তের কথা জানাবেন।
প্রসঙ্গত গ্রেটার তিপড়া ল্যান্ডের দাবিতে সাংবিধানিক সমাধান চেয়ে আমরণ অনশনের ডাক দিয়েছিলেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সেই ঘোষণার পর দিল্লি সরকারের ডাকে তিনি আগেই একবার দিল্লি গিয়েছিলেন। কিন্তু সেখানে কোন লাভ হয়নি। দিল্লির সরকারি প্রতিনিধিরা প্রদ্যুৎ কিশোরের দাবি সমর্থন করেনি বলে খবর। দিল্লি থেকে ফিরে অনেকটা চাপের মুখেই অনশনের সিদ্ধান্তে বহাল থাকেন প্রদ্যুৎ কিশোর। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার ২৮ ফেব্রুয়ারি সকালে রাজবাড়ীতে পূজা দিয়ে বড়মুড়া পাহাড়ের পাদদেশে হাতাই কতরে অনশন মঞ্চে পৌঁছে যান।

আশ্চর্যজনকভাবে অনশন শুরুতেই দিল্লি থেকে ফোন এসে যায় । ফোনে দু-চার কথা বলেই প্রদ্যুৎ কিশোর দেব বর্মন অনশন মঞ্চ ছেড়ে দিল্লির উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার আগে তিনি বার্তা দিয়ে যান দিল্লি থেকে খালি হাতে ফিরবেন না।