Home আন্তর্জাতিক সংবাদ অধিকার আদায়ে নতুন করে শুরু হবে আন্দোলন; সাংবাদিক সম্মেলনে ঘোষণা আত্মসমর্পণকারী বৈরী...

অধিকার আদায়ে নতুন করে শুরু হবে আন্দোলন; সাংবাদিক সম্মেলনে ঘোষণা আত্মসমর্পণকারী বৈরী নেতৃত্বের।

0
oplus_1024

প্রতিধ্বনি প্রতিনিধি ,,আগরতলা,, ৮ সেপ্টেম্বর,,

জঙ্গল জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে তিপ্রাসার অধিকার আদায়ে এবার নতুনভাবে আন্দোলন শুরু করার ঘোষণা দিলেন এন এল এফ টির আত্মসমর্পণকারী বৈরী নেতৃত্ব। এন এল এফ টি-র সাধারণ সম্পাদক উপেন্দ্র রিয়াং তিপ্রাসাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন “এটা শেষ নয় এটা নতুনের শুরু। তিপ্রাসার অধিকার নিয়ে আমাদের লড়াই জারি থাকবে।” তিনি বলেন আর্থ সমাজিক এবং রাজনৈতিকভাবে এখন অধিকার আদায়ের লড়াই শুরু হবে। একই কথা বলেছেন ত্রিপুরার এক সময়ের ত্রাস হিসেবে পরিচিত এন এল এফ টি-র সভাপতি বিশ্ব মোহন দেববর্মা।

(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন)

প্রসঙ্গত গত ৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার উপস্থিতিতে দিল্লির নর্থ ব্লকে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছেন ত্রিপুরার নিষিদ্ধ ঘোষিত বৈরী সংগঠন এন এল এফ টি এবং এটিটিএফ নেতৃত্ব। মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং এই সমঝোতার অন্যতম কারিগর হিসেবে পরিচিত বিধায়ক রঞ্জিত দেববর্মার উপস্থিতিতে সেই চুক্তিতে ত্রিপুরার নিষিদ্ধ ঘোষিত বৈরী সংগঠনের সদস্যদের জন্য পুনর্বাসন সহ আর্থসামাজিক বিকাশে ২৫২ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। দিল্লির সমঝোতা চুক্তির পর রবিবার ত্রিপুরায় আসেন আত্মসমর্পণকারী বৈরী দলের নেতৃত্ব। আগরতলায় মানিক্য কোর্টে তারা সাংবাদিক সম্মেলনে মিলিত হন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এন এল এফ টি-র সভাপতি বিশ্ব মোহন দেববর্মা, সাধারণ সম্পাদক উপেন্দ্র রিয়াং, পরিমল গ্রুপের পরিমল দেববর্মা, এটিটিএফের অলিন্দ্র দেববর্মা, প্রসেনজিৎ দেববর্মা সহ এই আত্মসমর্পণের অন্যতম গুটিচালক বিধায়ক রঞ্জিত দেববর্মা। সাংবাদিকদের প্রশ্নের মুখে আগামী দিনে তারা সংসদীয় রাজনৈতিক লড়াইয়ে নামবেন বলেও জানিয়ে দিয়েছেন। আত্মসমর্পণকারী বৈরী নেতৃত্ব এই ত্রিপাক্ষিক চুক্তির জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে ধন্যবাদ ব্যক্ত করেছেন। সরকারের ঘোষিত প্রকল্প অনুযায়ী অধিকার আদায় করা তাদের আগামী দিনের লক্ষ্য বলে তারা জানিয়েছেন। তারা বলেন এই ত্রিপাক্ষিক চুক্তির পর এন এল এফ টি এবং এটিটিএফ-র আর কেউ বিচ্ছিন্ন থাকবে না। খুব শীঘ্রই সবাই অস্ত্র ত্যাগ করে সবাই স্বাভাবিক স্রোতে মিশে যাবেন। আগামী দিনে ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন অনুযায়ী বৈরী দলের সদস্যরা একে একে সবাই অস্ত্র তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন বলে জানা গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version