প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৬ ডিসেম্বর,,
আগামী ২০ ডিসেম্বর থেকে আগরতলায় অনুষ্ঠিত হবে নর্থ ইস্টার্ন কাউন্সিলের বৈঠক। এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডোনার মন্ত্রী সহ উত্তর পূর্বাঞ্চলের ৮ রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশকরা উপস্থিত থাকবেন। ২০ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই NEC বৈঠক। এই প্রসঙ্গে উল্লেখ্য গত আগস্ট মাসের ৩১ তারিখ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এই NEC বৈঠক আগরতলায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তৎকালীন সময়ে বন্যার দুর্যোগের কারণে সেই বৈঠক বাতিল করা হয়েছিল। এই বৈঠকে ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্ত সমস্যা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
Recent Comments