Monday, December 23, 2024
Google search engine
Homeজাতীয় খবর১৬ই এপ্রিল ত্রিপুরায় আসছেন প্রিয়াঙ্কা গান্ধী; অংশ নেবেন ইন্ডিয়া জোটের প্রার্থীদের...

১৬ই এপ্রিল ত্রিপুরায় আসছেন প্রিয়াঙ্কা গান্ধী; অংশ নেবেন ইন্ডিয়া জোটের প্রার্থীদের প্রচারে

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ১২ এপ্রিল,,

এবার লোকসভা নির্বাচনের প্রচারে প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসার কথা জানালেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। শুক্রবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে সুদীপ বর্মন বলেন আগামী ১৬ এপ্রিল ত্রিপুরায় আসছেন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

সুদীপ বাবু বলেন মঙ্গলবার দুপুর ২ টায় আগরতলা বিমানবন্দরে অবতরণ করবেন সর্বভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এখান থেকে তিনি একটি রোড শো এর মাধ্যমে আগরতলা শহরে ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ কুমার সাহা ,রাজেন্দ্র রিয়াং এবং রামনগর উপনির্বাচনে প্রার্থী রতন দাসের হয়ে প্রচার করবেন। বিমানবন্দর থেকে রাজবাড়ীর উত্তর গেইট হয়ে কর্নেল চৌমুহনী ,কামান চৌমহনী হয়ে বটতলা থেকে সোজা দুর্গা চৌমুহনীতে গিয়ে শেষ হবে এই রোড শো। প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতিতে ইন্ডিয়া জোট প্রার্থীর এই প্রচারে সুদীপ বাবু গণতন্ত্র প্রেমী নাগরিকদের অংশগ্রহণ চেয়েছেন। পাশাপাশি তিনি এবারের লোকসভা নির্বাচনকে ধর্ম যুদ্ধের সাথে তুলনা করেছেন । তিনি বলেন এই নির্বাচনে কৌরবদের সাথে পান্ডবদের যুদ্ধ চলছে। নির্বাচনে দেশের নাগরিক ইন্ডিয়া জোটকে সমর্থন করে সত্যের জয় করবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।

যদিও ইতিপূর্বে কয়েকবার নির্বাচনী প্রচারে রাজ্যে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ কানাইয়া কুমারের মত কেন্দ্রীয় নেতৃত্ব আসার কথা ছিল। তাদের অনুষ্ঠানসূচি থাকলেও শেষ সময় তারা ত্রিপুরায় আসেননি। এবার লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর এই আগমনসূচি আদৌ‌ ঠিক থাকবে নাকি পরিবর্তন হবে তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments