Monday, December 23, 2024
Google search engine
Homeত্রিপুরার খবর"হি ইজ এ কমপ্লিট সাইকো" : রতন নাথ প্রসঙ্গে প্রতিক্রিয়া সুদীপ বর্মনের।

“হি ইজ এ কমপ্লিট সাইকো” : রতন নাথ প্রসঙ্গে প্রতিক্রিয়া সুদীপ বর্মনের।

প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ২০ মে,,

রাজ্য সরকারের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথকে “সাইকো” বলে মন্তব্য করলেন কংগ্রেস কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মন। সুদীপবাবু সাংবাদিকদের পরামর্শ করলেন “সাইকো” হিসেবে তাকে (রতনলাল নাথকে) ক্ষমা করে দিতে।

সোমবার কংগ্রেস ভবনে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী রতনলাল নাথকে নিয়ে বিধায়ক সুদীপ বর্মনের প্রতিক্রিয়া।

প্রসঙ্গত দুদিন আগে ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত একটি রাজনৈতিক কর্মসূচিতে সাংবাদিকদের সাথে অশালীন আচরণ করেন মন্ত্রী রতনলাল নাথ। বিকৃত অঙ্গভঙ্গিতে মন্ত্রী রতন লাল নাথ সাংবাদিকদের উদ্দেশ্য করে “খাইয়া দাইয়া কাম নাই” সহ একাধিক আপত্তিকর মন্তব্য করেন। তিনি ঘটনাস্থলে কর্মরত সাংবাদিকদের প্রচন্ডভাবে অপমান করেন এবং তুচ্ছ দেখানোর চেষ্টা করেন।

ঘটনার সময় মন্ত্রী রতনলাল নাথের সঙ্গে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং অন্যান্য নেতৃত্বে উপস্থিত ছিলেন। কিন্তু কেউ সাংবাদিকদের প্রতি মন্ত্রীর এই ধরনের আপত্তিকর আচরণ নিয়ে কোন বাধা দেননি। বরং কয়েকজন হাসিমুখে সাংবাদিকদের তুচ্ছ করার বিষয়টি উপভোগ করেছেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই বিভিন্ন মহলের ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। আগরতলা পুরস্কার থেকে মন্ত্রীর আচরণ নিয়ে নিন্দা জানানো হয়েছে।কিছু সংবাদ মাধ্যম নিজে থেকে মন্ত্রীকে বয়কট করেছেন। বিভিন্ন রাজনৈতিক দল থেকেও মন্ত্রীর এই ধরনের আচরণ নিয়ে প্রতিবাদ করা হচ্ছে। সোমবার আগরতলা কংগ্রেস ভবনে একটি সাংবাদিক সম্মেলনে এই বিষয়টি নিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ বর্মনের কাছে তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুদীপবাবু সাংবাদিকদের পরামর্শ করেন রতনলাল নাথকে ক্ষমা করে দিতে। সুদীপবাবু বলেন “হি ইজ এ কমপ্লিট সাইকো” অর্থাৎ তিনি একটা মানসিক রোগী। একটা সাইকোর উপরে রাগ-অভিমান থাকতে নেই। সজীব বাবু আরো বলেন তিনি(রতন লাল নাথ) কোনভাবেই এই বিষয় নিয়ে ক্ষমা চাইবেন না। তাই সাংবাদিকদের উচিত “সাইকো’ হিসেবে তাকে ‌ক্ষমা করে দেওয়া।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments