প্রতিধ্বনি প্রতিনিধি,, বিলোনিয়া,, ২২ নভেম্বর,,
বনদপ্তরের অভিযানে হরিণের মাংস সহ ধরা পড়ল এক যুবক। তৃষ্ণা অভয়ারণ্য রেঞ্জের বনদপ্তরের কর্মীরা এই অভিযান করে। ঘটনা বিবরণের জানাজায় গোপন সংবাদের ভিত্তিতে বন কর্মীরা অভিযান করেন বিলোনিয়া মাইছড়া এলাকায়। সেখানে হরিণের মাংস বিক্রি করার খবর ছিল। খবর বনকর্মীরা সেখানে গেলে চোরা শিকারীরা হরিণের মাংস একটি অটোতে তুলে পালানোর চেষ্টা করে। বনকর্মীরা সেই অটোটি আটক করে। অটোর ভেতর থেকে উদ্ধার হয় সাত কেজি হরিণের মাংস । অটোচালক সুনীল দাসকে বনকর্মীরা আটক করেছে।
(ভিডিও দেখতে প্লে বাটনে ক্লিক করে চ্যানেল টি সাবস্ক্রাইব করুন)
এই বিষয়ে মামলা নিয়ে তদন্ত চলছে বলে জানা গেছে। এই এলাকাতে প্রায় সময় চোরা কারবারীরা সংরক্ষিত বনাঞ্চলের হরিণ অবৈধভাবে স্বীকার করে প্রায় দুই হাজার টাকা কিলো দূরে হরিণের মাংস বিক্রি করে বলে অভিযোগ। এদিন হরিণের মাথা সহ তাজা মাংস উদ্ধার হয়েছে। বনকর্মীরা সুষ্ঠুভাবে তদন্ত করলে চোরা শিকারীদের চক্রকে জালে তোলা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট মহলের দাবি।
Recent Comments