সংবাদ প্রতিনিধি,, আগরতলা,,৯ সেপ্টেম্বর,,,
রাজধানীর বড়দোয়ালী এলাকায় ভাড়া বাড়িতে এক তরুণী গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রাথমিকভাবে মহিলা আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। কিন্তু মৃতার বাপের অভিযোগ স্বামী ভাড়াটিয়া খুনি দিয়ে মহিলাকে খুন করেছে। ঘটনার খবর পেয়ে এডি নগর থানার পুলিশ পশ্চিম মহিলা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মৃত গৃহবধূর নাম পাপিয়া বণিক (২৮)। স্বামীর নাম অজিত বিশ্বাস। বাড়ি বিলোনিয়াতে । পাপিয়া বনিক নিজের মেয়ের পড়ার সুবিধার্থে সপ্তাহে দুদিনের জন্য আগরতলা বড়দোয়ালিতে বাড়ি ভাড়া নিয়েছিল। সেই বাড়িতেই শনিবার সকালে মহিলার মৃতদেহ উদ্ধার হয়।
বিছানার উপর মহিলার দেহ পড়ে থাকলেও সিলিং ফ্যানের সঙ্গে একটি কাপড়ের ফাঁস ঝুলছিল। ধারণা করা হচ্ছে মহিলা ফ্যানের সঙ্গে ফাঁসি দেন এবং মৃত্যুর পর তার দেহ বিছানার উপর পড়ে যায়। রহস্যের বিষয় হলো মহিলা মাঝেমধ্যে এই ভাড়া বাড়িতে একা এসে থাকতো। স্বামীর অভিযোগ পাপিয়া বণিকের পরকীয়া চলছিল। পরকিয়ার জের ধরেই মহিলা আত্মহত্যা করেছে বলে স্বামীর দাবি। কিন্তু পাপিয়া বণিকের পিতা শ্যামল বণিকেরঅভিযোগ স্বামী অজিত বিশ্বাসের দিকে। অভিযোগ অজিত বিশ্বাস পারিবারিক ঝামেলার ধরে ভাড়াটিয়া খুনি দিয়ে স্ত্রীকে খুন করিয়েছেন। পশ্চিম মহিলা থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে।
Recent Comments