Monday, December 23, 2024
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরশাসক দলের কবলে সামাজিক সংস্থা এবং ধর্মীয় প্রতিষ্ঠান। ভূমিকাহীন নির্বাচন কমিশন

শাসক দলের কবলে সামাজিক সংস্থা এবং ধর্মীয় প্রতিষ্ঠান। ভূমিকাহীন নির্বাচন কমিশন

আগরতলা : ৯ই ফেব্রুয়ারি:

নির্বাচন ঘোষণার পর রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে একাংশ সামাজিক সংস্থা, ক্লাব এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে নির্বাচনী পার্টি অফিসে পরিণত করেছে শাসক দল বিজেপি।

অভিযোগ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাংবিধানিক নিয়ম নীতি পাল্টে শাসকদলের একাংশ নেতা এসব করছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট এলাকার নাগরিক মহলে ক্ষোভ তৈরি হলেও শাসকদলের চোখ রাঙানীর ভয়ে তারা কিছু বলতে পারছেন না।

এক্ষেত্রে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ইন্দ্রনগর যুব সংস্থার একাংশ কর্মকর্তার অভিযোগ তারা সংস্থাটি শাসক দলের কাছে বিকিয়ে দিয়েছেন। সংস্থার সংবিধানে স্পষ্ট উল্লেখ রয়েছে কোন রাজনৈতিক দলের প্রচারে সংস্থা কিংবা তার সম্পত্তি ব্যবহার করা যাবে না। কিন্তু তারপরও সংস্থার অধীন বিয়ে বাড়িটি শাসক দলের পার্টি অফিসে পরিণত করা হয়েছে।

শাসক দলের পার্টি অফিসে পরিণত হয়েছে ইন্দ্র নগর যুব সংস্থা

একইভাবে ১৩প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের রেন্টাস কলোনিতে দক্ষিণেশ্বরী কালী মন্দিরকে বহিরাগত গেরুয়াধারীরা দখল নিয়েছে বলে অভিযোগ। প্রতিদিন রাতে বহিরাজ্য থেকে আগতরা স্থানীয় একাংশের সহযোগিতায় গাড়ি বাইক নিয়ে মন্দিরে ঢুকছে। তারা সেখানে রাতে অবৈধ আসর গড়ে তুলে বলে অভিযোগ। স্থানীয়রা বিষয়টি পুলিশের কাছে জানালেও পুলিশ তেমন কোন ভূমিকা নিচ্ছে না বলে জানা গেছে।

মন্দিরের ভেতরে অবৈধভাবে রাজনৈতিক কার্যকলাপ

তাছাড়া রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে রহস্যজনকভাবে বহিরাগতদের আনাগোনার অভিযোগ রয়েছে । নির্বাচন কমিশন এসব ঘটনায় কেন ভূমিকা নিচ্ছে না ? তা নিয়ে প্রশ্ন তুলছেন নাগরিক মহল।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments