Monday, January 13, 2025
Google search engine
Homeত্রিপুরার খবরআগরতলা খবরশহরতলীতে পরপর ডাকাতির ঘটনায় শনাক্ত এক অভিযুক্ত! নাগরিক সাহায্য প্রার্থনা পুলিশের।

শহরতলীতে পরপর ডাকাতির ঘটনায় শনাক্ত এক অভিযুক্ত! নাগরিক সাহায্য প্রার্থনা পুলিশের।

আগরতলা,, ১০ মার্চ,, পশ্চিম জেলার আগরতলা শহরতলীতে পরপর ডাকাতির ঘটনায় এবার সন্দেহভাজন এক অভিযুক্তের ছবি দিয়ে বিশেষ সতর্কতা জারি করল পশ্চিম জেলা পুলিশ। পশ্চিম জেলা পুলিশের তরফে সন্দেহভাজন সেই অভিযুক্তের ছবি দিয়ে নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং তাকে ধরতে নাগরিক ‌সাহায্য চাওয়া হয়েছে।

পুলিশ সূত্রের দাবি সম্প্রতি শহরতলীর খয়েরপুর, আড়ালিয়া এবং বলদাখালে পরপর যে তিনটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে তাতে জড়িত রয়েছে ছবিতে থাকা এই সন্দেহভাজন ডাকাত। এই লোকটি বোধজঙনগর থানার ৭/২০২৪ এবং ৯/২০২৪ নম্বর মামলায় অভিযুক্ত হয়েছে। একইভাবে পূর্ব থানার ২২/২০২৪নম্বর মামলায় অভিযুক্ত রয়েছে। পুলিশ সূত্রের ধারণা এই সন্দেহভাজন ডাকাত এখনো রাজ্যেই অবস্থান করছে। পুলিশের কাছে তার ছবি প্রকাশের পর সে সুযোগ খোজছে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাড়ি দেওয়ার। ইতিমধ্যেই সীমান্তে এই বিষয়ে সতর্কতা জারি করে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবার পশ্চিম জেলা পুলিশ সন্দেহভাজন এই ডাকাতকে ধরতে নাগরিক সাহায্য চাইছে। যেকোনো নাগরিক এই লোকটিকে দেখতে পেলে পুলিশের কাছে 112 নম্বরে অথবা 6033-237514 নম্বরে ফোন করে নিজেদের নাগরিক দায়িত্ব পালন করতে আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে তথ্য প্রদানকারী ব্যক্তির নাম ঠিকানা গোপন রাখা হবে।

জন সুরক্ষায় এই ব্যক্তির ধরা পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে পুলিশ ইতিমধ্যেই তাদের সামাজিক মাধ্যমে তার ছবিসহ বিশেষ বিজ্ঞাপন জারি করেছে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments