প্রতিধ্বনি প্রতিনিধি,, বিশালগড়,, ২৪ ডিসেম্বর,,
বিশালগড়ের সার্বিক উন্নতির কর্মযজ্ঞে এবার সংখ্যালঘুদের কবরস্থানের ওয়াল ফেন্সিং এর উদ্যোগ নিলেন এলাকার জনপ্রিয় বিধায়ক সুশান্ত দেব। বিশালগড়ের করইমুড়া অবস্থিত কবরস্থানের ওয়াল ফেন্সিং করা হবে। মঙ্গলবার কবরস্থানের এলাকায় গিয়ে পরিদর্শন করেন বিধায়ক সুশান্ত দেব, এলাকার সংখ্যালঘু নেতৃত্ব সহ প্রশাসনিক আধিকারিকরা। খুব শীঘ্রই ফেন্সিং এর কাজ শুরু হতে পারে বলে জানা গেছে। বিধায়কের এই উদ্যোগে সংখ্যালঘু নাগরিক মহল ভূয়সি প্রশংসা করছেন।
Recent Comments