প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,, ৭ অক্টোবর,,
ফের আগরতলা রেল স্টেশনে গাঁজা সহ দুই যুবককে গ্রেপ্তার করল জিআরপি থানার পুলিশ। মাদকবিরোধী অভিযানে জিআরপির সাথে সহযোগিতায় ছিল আর পি এফ । ধৃত দুই জনের নাম দীপক সরকার (২৩), বৈরাগী পাড়া ,সিধাই এবং সুমন সরকার (২৩),পঞ্চবটি, সিধাই। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২২ কেজি ৫১০ গ্রাম শুকনো গাজা। এসব গাঁজা তারা ট্রলি ব্যাগের ভেতরে করে বহিরাজ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। জিআরপি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছেন এবং এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।
Recent Comments