প্রতিধ্বনি প্রতিনিধি,, আগরতলা,,১৪ জুলাই,,
রেল লাইনের পাশে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ । মৃতের নাম প্রমোদ কুমার বিশ্বাস(৪২)। তাঁর বাড়ি কমলা সাগর বিধানসভার অন্তর্গত ছনখলা এলাকায়। সেকেরকোট রেলওয়ে স্টেশনে সে নাইট গার্ডের কাজ করত। রেলস্টেশনের পাশে শনিবার গভীর রাতে তাঁর মৃত দেহ উদ্ধার হয়। পাশেই পড়েছিল তার হাতের টর্চ লাইট এবং অন্যান্য সামগ্রী। মৃতদেহ উদ্ধারের পর খবর পেয়ে প্রথমে পরিবারের লোকজন সেখানে ছুটে যান। পরবর্তীকালে আমতলী থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের অভিযোগ প্রমোদ কুমার বিশ্বাসকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তার মুখে রক্ত সহ শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করা হচ্ছে। আমতলী থানার পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছেন।
Recent Comments