Monday, December 23, 2024
Google search engine
Homeজাতীয় খবররায়পুরে শুরু হলো কংগ্রেসের ৮৫তম মহা অধিবেশন। রণকৌশল তৈরি হচ্ছে ২০২৪ লোকসভা...

রায়পুরে শুরু হলো কংগ্রেসের ৮৫তম মহা অধিবেশন। রণকৌশল তৈরি হচ্ছে ২০২৪ লোকসভা নির্বাচনের

নর্থ ইস্ট প্রতিনিধি,,২৫ ফেব্রুয়ারি,,,

শুক্রবার থেকে ভারতের জাতীয় কংগ্রেসের ৮৫তম মহাঅধিবেশন শুরু হয়েছে ছত্রিশগড়ের রাজধানী রায়পুরে। এই অধিবেশনের মধ্য দিয়ে আমি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রণকৌশল তৈরি করতে চাইছে কংগ্রেস।

সেই সাথে আগামী লোকসভা নির্বাচনে বিরোধী রাজনৈতিক জোটের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কি কি করণীয় হবে তা নিয়েও বিশ্লেষণ শুরু হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অধিবেশন বৈঠক। বৈঠকে উপস্থিত রয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, যুব আইকন রাহুল গান্ধী সহ অন্যান্য নেতৃবৃন্দ। কংগ্রেসের মহা অধিবেশনের প্লেনারি সেশনে শুক্রবার বিজেপি নেতৃত্বাধীন পরিচালিত সরকারের আমলে দেশবাসীর দুর্দশা এবং সমস্যা নিয়ে আলোচনা করেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে ।

পাশাপাশি রাহুল গান্ধীর নেতৃত্বে গতবছর সেপ্টেম্বর মাস থেকে শুরু হওয়া ভারত জড়ো যাত্রায় কংগ্রেসের পক্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যে বিপুল জনসমর্থন তৈরি হয়েছে তা আগামী দিনে রাজনৈতিক কার্যক্রমে কাজে লাগানোর উপর গুরুত্ব দেওয়া হয়।

কংগ্রেসের মহা অধিবেশনে আলোচনা উঠে এসেছে বেকারি, দ্রব্যমূল্য বৃদ্ধি ,গণতন্ত্রের কণ্ঠরোধ থেকে শুরু করে মোদি জামানায় দেশবাসীর নানা দুর্দশার কথা। ২০১৪ সালে এবং পরবর্তীকালে ২০১৯ সালে মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার যে প্রতিশ্রুতি মানুষের সামনে রেখেছিল তা অধিকাংশই পূরণ করেনি। বরং মোদি জামানায় দেশে বেকারত্ব এবং জনদুর্ভোগ দিনকে দিন বেড়েছে । এই সময়গুলোতে মানুষ প্রতিবারের ভাষা হারিয়ে ফেলছে।

ছত্রিশগড়ের রায়পুরে শুরু হয়েছে কংগ্রেসের ঐতিহাসিক পর্যালোচনা বৈঠক কংগ্রেস কিভাবে দেশবাসীকে মোদি জামানার যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যায় সে বিষয়ে রণকৌশল তৈরি করবে। এই বৈঠক চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত । স্টিয়ারিং কমিটির বৈঠক ছাড়াও সাবজেক্ট কমিটির বৈঠকে বিভিন্ন প্রস্তাব নিয়ে পর্যালোচনা করা হয় । প্রাসঙ্গিকভাবেই কংগ্রেসের নেতৃত্বে দেশে একটি প্রকৃত বিরোধী শক্তি জোট তৈরি করার আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অধিবেশনে। আগামী দিনের আলোচনাতে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হতে পারে।

Desk Northeast Pratidhoni
Desk Northeast Pratidhoni
NorthEastPratidhoni, office: Khaja Manzil, Laddu chowmoni, West noabadi, Agartala, Tripura , India.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments